Ajker Patrika

যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক, দেশীয় অস্ত্র জব্দ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২৮
যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক, দেশীয় অস্ত্র জব্দ

চাঁদাবাজি, চর দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভোলার দৌলতখানের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তাঁর ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

আজ শুক্রবার ভোলা সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোডের মিয়াজি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন নান্নু (৬২) ও ছেলে মো. আরিফ (৩৩)। নান্নু মদনপুর ইউপির চেয়ারম্যান। 

ভোলা জেলা দক্ষিণ কোস্ট গার্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে ভোলা স্টেডিয়াম এলাকা ও মদনপুর ইউনিয়নের নিরীহ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নান্নু ও তাঁর ছেলেকে আটক করে। 

এ সময় তাঁদের কাছ থেকে দুটি পাইপগান, ১০টি রামদা, ৫টি বগি দা, ৪টি দা, একটি শাবল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত