আমি ওকে অনেক ভালোবাসি, আমাকে দাদুর বাড়িতে দাফন কইরো!
আত্মহত্যার একদিন পর আজ শুক্রবার একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে লেখা, 'যদি পারো আমাকে মাফ কইরো, আর ওরে কিছু বইলোনা, আমি ওরে খুব ভালোবাসি, আমার কছম ওরে কিছু বলবা ওর নাম কারো কাছে বলবানা, আর আমাকে দাদুর বাড়িতে দাফন কইরো।'