তাঁবুতে থাকছেন পর্যটকেরা
বান্দরবানের বিভিন্ন স্থানে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। ধারণক্ষমতার বেশি পর্যটকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে নিরাপত্তা চরম উপেক্ষিত, বিরূপ প্রতিক্রিয়া পড়ছে পরিবেশের ওপর। এ অবস্থা বান্দরবানের আলীকদম উপজেলার মারায়ংতং জাদি পাহাড়ে। পাহাড়ে তাঁবু গেড়ে থাকছেন দুই শতাধিক পর্যটক।