রাজশাহী বোর্ডে ‘ফেল’ থেকে ‘এ প্লাস’ পেল ১৮ শিক্ষার্থী
সাদিকুন নাহার এসএসসি পরীক্ষা খুব ভালো দিয়েছিল। কিন্তু ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেল, পদার্থ বিজ্ঞানে সে ফেল করেছে। মানতে না পেরে সাদিকুন বোর্ড চ্যালেঞ্জ করেছিল। খাতা পুনঃ নিরীক্ষায় দেখা গেল সাদিকুন পদার্থ বিজ্ঞানে পেয়েছে ‘এ প্লাস’।