শেরপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৯ জন
স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা ফি দিয়ে আবেদন করে শেরপুরে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৯ জন প্রার্থী। জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে গতকাল শনিবার রাতে শহরের অষ্টমীতলার পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।