ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য লুট হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন টিসিবি ডিলার মো. সোহাগ।
এদিকে পণ্য লুট হওয়ায় আজ বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
ডিলার সোহাগ বলেন, ‘১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশসহ বাকিরা এই কাণ্ড ঘটিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করেন। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।’
তাহেরা বানু নামে এক উপকারভোগী বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, পণ্যগুলো পেলে চরম উপকার হতো। আমাদের রিজিকের ওপর যারা হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত গ্রাম পুলিশ আসোম উদ্দিন বলেন, ‘ডিলার আমাকে বলে টিসিবির পণ্যগুলো পাহারা দিলে ৫০০ টাকা দিবে। আমি তাঁকে বলি, আমি অসুস্থ মানুষ, এক হাজার টাকা দেন অন্য কাউকে দিয়ে পাহারা দেওয়াই। পরে ডিলার আর আমাকে কিছু না বলে চলে যায়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি টিসিবির পণ্য রাখা রুমের দরজা-জানালা ভাঙা।’
আরেক অভিযুক্ত স্থানীয় তাহের মিয়া বলেন, ‘যে ঘরটিতে পণ্য রাখা হয়েছিল, সেটার দরজা-জানালা আগে থেকেই ভাঙা ছিল। তাই বলেছিলাম দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কিন্তু ডিলার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আমি চলে যাই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্য নয়।’
ইউপি সচিব নুরুজ্জামান বলেন, ‘আমি ডিলারকে বলেছিলাম, গ্রাম পুলিশের সঙ্গে আরও দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। ডিলার আমার কথা শোনেনি। ফলে এই ঘটনা ঘটেছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। লুট হওয়া মালামাল উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য লুট হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন টিসিবি ডিলার মো. সোহাগ।
এদিকে পণ্য লুট হওয়ায় আজ বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
ডিলার সোহাগ বলেন, ‘১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশসহ বাকিরা এই কাণ্ড ঘটিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করেন। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।’
তাহেরা বানু নামে এক উপকারভোগী বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, পণ্যগুলো পেলে চরম উপকার হতো। আমাদের রিজিকের ওপর যারা হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত গ্রাম পুলিশ আসোম উদ্দিন বলেন, ‘ডিলার আমাকে বলে টিসিবির পণ্যগুলো পাহারা দিলে ৫০০ টাকা দিবে। আমি তাঁকে বলি, আমি অসুস্থ মানুষ, এক হাজার টাকা দেন অন্য কাউকে দিয়ে পাহারা দেওয়াই। পরে ডিলার আর আমাকে কিছু না বলে চলে যায়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি টিসিবির পণ্য রাখা রুমের দরজা-জানালা ভাঙা।’
আরেক অভিযুক্ত স্থানীয় তাহের মিয়া বলেন, ‘যে ঘরটিতে পণ্য রাখা হয়েছিল, সেটার দরজা-জানালা আগে থেকেই ভাঙা ছিল। তাই বলেছিলাম দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কিন্তু ডিলার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আমি চলে যাই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্য নয়।’
ইউপি সচিব নুরুজ্জামান বলেন, ‘আমি ডিলারকে বলেছিলাম, গ্রাম পুলিশের সঙ্গে আরও দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। ডিলার আমার কথা শোনেনি। ফলে এই ঘটনা ঘটেছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। লুট হওয়া মালামাল উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৭ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে