বেহাল ডিজিটাল ল্যাব আইসিটি শিক্ষা ব্যাহত
মুলাদী উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব অচল হয়ে পড়েছে। ফলে গ্রামের শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা ব্যাহত হচ্ছে। নিম্নমানের ল্যাপটপ, করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট সংযোগ না থাকা, রক্ষণাবেক্ষণের অভাবে ল্যাবগুলো অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।