যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস ভুক্ত দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন। ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর উদ্যোগ নিলে ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা এই শত্রুভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই, তারা কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের বিকল্প হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে বা অন্য কোথাও ব্রিকস কখনোই মার্কিন ডলারের জায়গা নিতে পারবে না। যে দেশ এমন কিছু করার চেষ্টা করবে, তারা শুল্কের জন্য প্রস্তুত হোক এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক শেষ করুক!’
এর আগে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কয়েক সপ্তাহ পরেই এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পুতিন সরকার বলেছিল, ‘মার্কিন ডলার ব্যবহারে বাধ্য করার যে পরিকল্পনা ট্রাম্প করছেন, সেটি বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেলবে।’
পশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
যদিও ব্রিকসের কোনো সাধারণ মুদ্রা নেই, তবে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার পর ডলারের বিকল্প মুদ্রা চালুর আলোচনা নতুন গতি পেয়েছে।
এদিকে, ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি এই শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, যাতে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে সাহায্য করে। বিশেষ করে, মারাত্মক অপিওড ফেন্টানাইলের চোরাকারবারি বন্ধে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।
বিশ্বব্যাপী ডলারের আধিপত্য সাম্প্রতিক সময়ে আরও শক্তিশালী হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের দৃঢ় অর্থনীতি, কঠোর মুদ্রানীতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বড় কারণ। তবে বৈশ্বিক অর্থনীতিতে বিভাজন বাড়তে থাকায় ব্রিকস দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে অন্যান্য মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের জিও–ইকোনমিকস সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, এখনো মার্কিন ডলারই বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। ইউরো বা ব্রিকস দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে কার্যকর কোনো উদ্যোগ এখনো নিতে পারেনি।
২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের প্রধান অর্থনীতিবিদ জিম ও’নিল ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে ‘ব্রিক’ শব্দটি তৈরি করেন। পরে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এটি ব্রিকস নামে পরিচিতি পায়। ২০২৩ সালে মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ২০২৪ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়া এই জোটে যোগ দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস ভুক্ত দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন। ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর উদ্যোগ নিলে ব্রিকস দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা এই শত্রুভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই, তারা কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের বিকল্প হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে বা অন্য কোথাও ব্রিকস কখনোই মার্কিন ডলারের জায়গা নিতে পারবে না। যে দেশ এমন কিছু করার চেষ্টা করবে, তারা শুল্কের জন্য প্রস্তুত হোক এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক শেষ করুক!’
এর আগে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কয়েক সপ্তাহ পরেই এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পুতিন সরকার বলেছিল, ‘মার্কিন ডলার ব্যবহারে বাধ্য করার যে পরিকল্পনা ট্রাম্প করছেন, সেটি বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেলবে।’
পশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
যদিও ব্রিকসের কোনো সাধারণ মুদ্রা নেই, তবে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার পর ডলারের বিকল্প মুদ্রা চালুর আলোচনা নতুন গতি পেয়েছে।
এদিকে, ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি এই শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, যাতে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে সাহায্য করে। বিশেষ করে, মারাত্মক অপিওড ফেন্টানাইলের চোরাকারবারি বন্ধে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।
বিশ্বব্যাপী ডলারের আধিপত্য সাম্প্রতিক সময়ে আরও শক্তিশালী হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের দৃঢ় অর্থনীতি, কঠোর মুদ্রানীতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বড় কারণ। তবে বৈশ্বিক অর্থনীতিতে বিভাজন বাড়তে থাকায় ব্রিকস দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে অন্যান্য মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের জিও–ইকোনমিকস সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, এখনো মার্কিন ডলারই বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। ইউরো বা ব্রিকস দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে কার্যকর কোনো উদ্যোগ এখনো নিতে পারেনি।
২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের প্রধান অর্থনীতিবিদ জিম ও’নিল ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে ‘ব্রিক’ শব্দটি তৈরি করেন। পরে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এটি ব্রিকস নামে পরিচিতি পায়। ২০২৩ সালে মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ২০২৪ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়া এই জোটে যোগ দেয়।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৪ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৬ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৬ ঘণ্টা আগে