বৈশ্বিক আর্থিক বাজার
আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে। গতকাল সোমবার মন্দার তীব্রতা আরও বেড়েছে। বিনিয়োগকারীরাও ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন।
শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ ট্রিলিয়ন ডলার। এসঅ্যান্ডপি ৫০০ ইকুইটি ফিউচারে ৩ শতাংশ পতনের ইঙ্গিত মিলেছে এবং ভিআইএক্স সূচক ৫০-এর ওপরে উঠেছে। ইউরোপের স্টক্স ৬০০-এর সূচকের পতন হয়েছে ৫ শতাংশ। বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভ এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে।
এদিকে বাজারের অস্থিরতা ও বাণিজ্যযুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক শুল্ক কার্যকর করা অব্যাহত থাকবে। আরেক শীর্ষস্থানীয় উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ৫০টির বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারের সূচক ৫ শতাংশের বেশি কমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৬ শতাংশ কমেছে। এটি ছিল ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ।
বাজারের এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। যেমন সৌদি আরবের শেয়ারবাজারে যেখানে রোববারও লেনদেন হয়, সেখানে প্রায় ৭ শতাংশ দরপতন হয়েছে। এটি করোনা মহামারির পর থেকে এ পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় ক্ষতি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভবিষ্যদ্বাণী করেছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬০ শতাংশ।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে। গতকাল সোমবার মন্দার তীব্রতা আরও বেড়েছে। বিনিয়োগকারীরাও ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন।
শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ ট্রিলিয়ন ডলার। এসঅ্যান্ডপি ৫০০ ইকুইটি ফিউচারে ৩ শতাংশ পতনের ইঙ্গিত মিলেছে এবং ভিআইএক্স সূচক ৫০-এর ওপরে উঠেছে। ইউরোপের স্টক্স ৬০০-এর সূচকের পতন হয়েছে ৫ শতাংশ। বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভ এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে।
এদিকে বাজারের অস্থিরতা ও বাণিজ্যযুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক শুল্ক কার্যকর করা অব্যাহত থাকবে। আরেক শীর্ষস্থানীয় উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ৫০টির বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারের সূচক ৫ শতাংশের বেশি কমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৬ শতাংশ কমেছে। এটি ছিল ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ।
বাজারের এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। যেমন সৌদি আরবের শেয়ারবাজারে যেখানে রোববারও লেনদেন হয়, সেখানে প্রায় ৭ শতাংশ দরপতন হয়েছে। এটি করোনা মহামারির পর থেকে এ পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় ক্ষতি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভবিষ্যদ্বাণী করেছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬০ শতাংশ।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৩ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৫ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৫ ঘণ্টা আগে