Ajker Patrika

প্লাস্টিকের বিকল্প বাঁশের পণ্য

হাবিবুর রহমান, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৩: ৪৪
প্লাস্টিকের বিকল্প বাঁশের পণ্য

সস্তা প্লাস্টিকের পণ্য বিশ্ব ছেয়ে ফেলেছে। প্রতিনিয়ত প্লাস্টিক বর্জ্য পরিবেশে মেশাচ্ছে। সমতল থেকে শুরু করে সাগর-মহাসাগরেও ছড়িয়ে পড়েছে প্লাস্টিকের বর্জ্য। এ কারণে হুমকির মুখে পরিবেশ। এ অবস্থায় পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে ‘গো গ্রিন বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশের পণ্য নিয়ে হাজির হয়েছে গ্রাহকের দরজায়।

প্লাস্টিকের পণ্যে বিপিএ নামে একধরনের ক্ষতিকর রাসায়নিক থাকে। পানির বোতল বা খাবারের পাত্র থেকে তা মানবদেহে প্রবেশ করতে পারে। এতে ক্যানসারের ঝুঁকিসহ সন্তান জন্মদানের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

basক্ষতিকর হলেও টেকসই হওয়ায় এই প্লাস্টিক-পণ্যের ব্যবহার শত চেষ্টায়ও রোধ করা যাচ্ছে না। বাংলাদেশেই পাটজাত বিভিন্ন তন্তু থেকে প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন সামগ্রী হাজির করা হয়েছিল। কিন্তু স্থায়িত্ব বিবেচনায় তা ঠিক জনপ্রিয় হতে পারেনি।

এবার বাঁশের পণ্যে প্লাস্টিকের বিকল্প দেখছে ‘গো গ্রিন বাংলাদেশ’। প্রাকৃতিক হওয়ায় বাঁশের তৈরি পণ্য দীর্ঘদিন ব্যবহারের পর ফেলে দিলে তা পচে মাটির সঙ্গে সহজেই মিশে যায়। তাদের তৈরি পণ্যের মধ্যে রয়েছে পানির বোতল, থার্মাল ফ্লাস্ক, মগ, চাবির রিং, চপিংবোর্ড, ট্রে, কিচেন নাইফ হোল্ডার, কলমদানি, কাপড়ের হ্যাঙ্গার ও ফুলদানি। গো গ্রিন বাংলাদেশের নিজস্ব কারখানায় এসব পরিবেশবান্ধব পণ্য তৈরি করা হচ্ছে।

bas1২০১৮ সালের শুরুতে যাত্রা করেছিল প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য ছিল প্লাস্টিকের বিকল্প টেকসই পণ্য মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা। এই উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রচারে যুক্ত রয়েছে।

গো গ্রিন বাংলাদেশের সভাপতি ফজলুর রহমান যশোরের নাভারনে গড়ে তুলেছেন নিজস্ব কারখানা। পরিবেশ রক্ষায় কিছু করবেন বলে পেশা বদলে শুরু করেছিলেন বাঁশের পণ্য তৈরি। আজ তাঁর নিজের কারখানায় হয়েছে তৃণমূলের নারীদের কর্মসংস্থান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত