Ajker Patrika

প্লাস্টিক থেকে রপ্তানি আয় বাড়াতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
প্লাস্টিক থেকে রপ্তানি আয় বাড়াতে চায় সরকার

ঢাকা: তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় হয়। পোশাকের পাশাপাশি প্লাস্টিকসহ আরও পাঁচটি খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্লাস্টিক খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের রপ্তানি নীতিতেও এর উল্লেখ রয়েছে। শুধু বেঙ্গল প্লাস্টিক প্রাইম এক্সপোর্টার হিসেবে রপ্তানি শিগগিরই বিলিয়ন ডলার অতিক্রম করবে বলেও আশা করা হচ্ছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার ‘১৫ তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার’–এর উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। আগামী ৫ থেকে ৮ জুলাই এই অনলাইন মেলা চলবে।

২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালে মেলা হয়নি। এবার অনলাইন মেলায় ১৯টি দেশের ৪৮৩টি কোম্পানি অংশ নিতে নিবন্ধন করেছে। এক লাখ দর্শনার্থী চার দিনের এই মেলায় অংশ নেবেন বলে আশা করছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন।

জসিম উদ্দিন জানান, মেলায় চারটি সাইডলাইন মিটিং হবে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং ইয়র্কস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

প্লাস্টিককে বাংলাদেশের উদীয়মান উৎপাদন খাত উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খাত আমাদের রপ্তানি আয় বাড়াতে পারে। আমরা রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাই। শুধু পোশাক খাত থেকে ৮৪ শতাংশ রপ্তানি আয় আসে। এটা দেশের জন্য খুব ভালো বিষয় না। রপ্তানিতে বৈচিত্র্য আনতে আমরা কাজ করছি। প্লাস্টিক শিল্প এ খাতে একটি অন্যতম। চামড়া, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, লাইট মেশিনারিজ খাতকেও আমরা প্রধান্য দিচ্ছি।

প্লাস্টিক খাতকে বাংলাদেশে অগ্রাধিকার খাতে রাখা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি নীতিতেও এর উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে এ খাতে অতিরিক্ত ৯০ হাজার চাকরির বাজার সৃষ্টি হবে।

এ সময় বেঙ্গল প্লাস্টিক প্রাইম এক্সপোর্টার হিসেবে খুব অল্প সময়ে বিলিয়ন ডলার অতিক্রম করবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান। বলেন, প্লাস্টিক পণ্য এখন নিত্যদিনের অংশ হয়ে উঠেছে। প্লাস্টিক শিল্পের জন্য এই মেলা দরকার। কোভিড-১৯ মহামারির মধ্যে এ ধরনের অনলাইন মেলায় আয়োজন করায় বাংলাদেশের জিডিপি বাড়াতে সহায়তা করবে।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত