Ajker Patrika

পুঁজিবাজারের তারল্য ৩ হাজার কোটি থেকে কমে ৫০০ কোটিতে নেমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারের তারল্য ৩ হাজার কোটি থেকে কমে ৫০০ কোটিতে নেমেছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা। 

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজারে সুশাসন নিশ্চিতে যুগোপযোগী আইন প্রণয়ন ও নতুন নতুন নীতি নির্ধারণসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে সব কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আইএমএফের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া ও প্যাসিফিক ডিভিশনের ডেপুটি ডিভিশন চিফ পিয়াপর্ন নিক্কি সোদশ্রীবিবুন। 

বৈঠক শেষে আলোচনার বিষয়ে গণমাধ্যমে কথা বলেন বিএসইসির মুখপাত্র রেজাউল করিম। তিনি বলেন, ‘মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিএসইসির সঙ্গে বৈঠক করেছে আইএমএফ। বিষয়গুলো হলো—বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি, পুঁজিবাজারের উন্নয়নে নতুন আইন–কানুন ও পলিসি নির্ধারণ, বন্ড মার্কেটের উন্নয়ন ও সর্বজনীন পেনশন স্কিম।’ 

বিএসইসির মুখপাত্র বলেন, ‘পুঁজিবাজারের সাম্প্রতিক গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। আইএমএফকে জানানো হয়েছে, পুঁজিবাজারের লিক্যুইডিটি ৩ হাজার কোটি টাকার বেশি ছিল। পরবর্তীতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে তা ৫০০ কোটি টাকা রয়েছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশা করা যাচ্ছে, নির্বাচনের পরে লিক্যুইডিটি বাড়বে, বাজারের অবস্থা ভালো হবে।’ 

রেজাউল করিম বলেন, ‘পলিসি ইনিশিয়েটিভের ক্ষেত্রে জানানো হয়েছে, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভস মার্কেট চালু করার জন্য যে রুলস তৈরি করা হয়েছে, তা এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ করার জন্য দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে রুলসটি গেজেট আকারে প্রকাশ হবে।’ 

কমিশন আরও জানিয়েছে, নতুন নীতির অংশ হিসেবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নিয়ে কাজ করা হচ্ছে। শিগগিরই রুলস গেজেট আকারে প্রকাশ করা জন্য পাঠানো হবে। 

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আইএমএফ জানতে চাইলে কমিশন জানায়, সর্বজনীন পেনশন স্কিমের যে তহবিল থাকবে, সেখান থেকে একটি অংশ পুঁজিবাজার ও বন্ড মার্কেটে বিনিয়োগ হবে বলে কমিশন প্রত্যাশা করছে। এতে বন্ডসহ অন্যান্য ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগের চাহিদা অনেক বাড়বে, যা সার্বিক পুঁজিবাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত