Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কো-ক্রিয়েট ২০৭১’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কো-ক্রিয়েট ২০৭১’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ ও ৬ জুন প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট ও ঢাকার মার্কিন দূতাবাসের সহযোগিতায় ‘কো-ক্রিয়েট ২০৭১’ নামে কর্মশালা হয়েছে। প্রথম দিনের কর্মশালার বিষয় ছিল ‘জননীতি’ এবং দ্বিতীয় দিনের বিষয় ছিল ‘গণতান্ত্রিক মনোভাবের বিকাশ’। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

কর্মশালার উদ্দেশ্য ছিল বর্তমানের তরুণসমাজকে বিকাশ ঘটাতে সাহায্য করা এবং নতুন নতুন পলিসি নির্ধারণে নিযুক্ত করা। মূল বিষয়বস্তু নিয়ে সেশন এবং মুক্ত আলোচনা দিয়ে মূলত কর্মশালাটি সাজানো হয়। মূল আলোচক ছিলেন ইউএস এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যালামনাই ও সুনির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা। 

প্রথম দিনের মূল কর্মশালা পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে। মুক্ত আলোচনা পরিচালনা করেন বরেন্দ্র জাদুঘরের চিফ কনজারভেটিভ অফিসার মো. আব্দুল কুদ্দুস। মুক্ত আলোচনার পর একটি সেশন অনুষ্ঠিত হয়, এতে বক্তা ছিলেন রাজশাহীর সচেতন সোসাইটির ‘প্রকেক্ট অফিসার’ মাহমুদ-উন-নবী। 

দ্বিতীয় দিনের কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাতীল সিরাজ। মুক্ত আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট সমাজ গবেষক আহমেদ শফীউদ্দীন। 

বাংলাদেশের প্রেক্ষাপটে মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘আমাদের সংস্কৃতি সেটাই যা আমরা ধারণ করি ও বহন করি। আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয় এবং পরিচয়ের অংশ। তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে কীভাবে সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে পারি এবং একইসঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত