Ajker Patrika

দেশে প্রথম ট্যুরিস্ট সিম আনল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮: ৪৯
দেশে প্রথম ট্যুরিস্ট সিম আনল গ্রামীণফোন

বিদেশি ভ্রমণকারী, নাগরিক, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ভ্রমণে আসা সবার জন্য বিশেষভাবে কাস্টমাইজড ট্যুরিস্ট সিম নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। দেশের প্রথম অপারেটর হিসেবে এ ধরনের সিম চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে স্বল্প সময়ের জন্য যারা বাংলাদেশে ঘুরতে বা কাজে আসেন তাঁরা রোমিংয়ের অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেকটিভিটি সেবা উপভোগ করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। 

গতকাল বুধবার রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে জিপির ট্যুরিস্ট সিম উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিবসহ বিটিআরসি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিভিন্ন পর্যটনকেন্দ্রসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার থেকে গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। কত মিনিট, ডেটা বা এসএমএস ব্যবহার করা হয়েছে তা দেখতে ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২১ #। প্রাথমিকভাবে সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধু প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে। সিম নম্বর সক্রিয় হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেল করা হবে, যদি ব্যবহারকারী নিজেই সিম ডি-অ্যাক্টিভেট না করেন। 

দেশের প্রথম ট্যুরিস্ট সিম নিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। আশা করেন এটি অন্য অপারেটরদেরও অনুপ্রাণিত করবে। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভ্রমণকারীরা এখন তাঁদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাঁদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত