ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪’ শীর্ষক গবেষণা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআরএস ২০২৪-এর কনভেনর এবং ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের প্রফেসর মোহাম্মদ এইচ আর জোয়ারদার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর মোহাম্মদ মুসা।
এই সিম্পোজিয়াম হলো পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে একটি একাডেমিক গবেষণা প্রতিযোগিতা। বিশেষ করে ব্যবসায় বিভাগে শিক্ষার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ শিক্ষার্থী এই গবেষণা প্রতিযোগিতায় দুটি ডোমেইনের মাধ্যমে অংশগ্রহণ করে। তাদের থেকে ১০ দলকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে প্রশংসাপত্র ও উপহার প্যাক দেওয়া হয়। প্রতি বিষয়ে সেরা রিসার্চ পেপারকে ১ম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা এবং ১ম রানার আপকে ৬০ হাজার টাকা এবং ২য় রানার আপকে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
ডোমেইন-১
চ্যাম্পিয়ন: রামিসা রুতবাতা হোসাইন অবন্তিকা এবং রাজিন আল-তানজিম ভূঁইয়া (ইউআইইউ)
১ম রানার আপ: ফাইয়াজ বিন জুলফিকার ও সামিহা তাসনিম প্রমি (ইউআইইউ)
২য় রানার আপ: আছিয়া বেগম, মারুফ হাসান আরিফ, মেসবাহ আমিন এবং মাকসুদুর রহমান (ইউআইইউ)
ডোমেইন-২
চ্যাম্পিয়ন: মুহতাসিম আহমেদ চৌধুরী (ইউআইইউ)
১ম রানার আপ: তৌসিফ আবরার ফাইয়াজ, নুর আফরিন চৌধুরী অনন্যা এবং মাইশা জাহিন (এনএসইউ)
২য় রানার আপ: তারিফ হাসান, রাফিয়া তাবাসসুম সারা এবং আয়মান ইলিয়াস চৌধুরী (আইবিএ, ঢাবি)
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবন থেকে গবেষণায় জড়িত থাকা দরকার। এই ধরনের সম্পৃক্ততা তাদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশি অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে একজন গবেষক হওয়ার জন্য এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক, সাংবাদিক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪’ শীর্ষক গবেষণা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআরএস ২০২৪-এর কনভেনর এবং ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের প্রফেসর মোহাম্মদ এইচ আর জোয়ারদার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর মোহাম্মদ মুসা।
এই সিম্পোজিয়াম হলো পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে একটি একাডেমিক গবেষণা প্রতিযোগিতা। বিশেষ করে ব্যবসায় বিভাগে শিক্ষার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ শিক্ষার্থী এই গবেষণা প্রতিযোগিতায় দুটি ডোমেইনের মাধ্যমে অংশগ্রহণ করে। তাদের থেকে ১০ দলকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে প্রশংসাপত্র ও উপহার প্যাক দেওয়া হয়। প্রতি বিষয়ে সেরা রিসার্চ পেপারকে ১ম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা এবং ১ম রানার আপকে ৬০ হাজার টাকা এবং ২য় রানার আপকে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
ডোমেইন-১
চ্যাম্পিয়ন: রামিসা রুতবাতা হোসাইন অবন্তিকা এবং রাজিন আল-তানজিম ভূঁইয়া (ইউআইইউ)
১ম রানার আপ: ফাইয়াজ বিন জুলফিকার ও সামিহা তাসনিম প্রমি (ইউআইইউ)
২য় রানার আপ: আছিয়া বেগম, মারুফ হাসান আরিফ, মেসবাহ আমিন এবং মাকসুদুর রহমান (ইউআইইউ)
ডোমেইন-২
চ্যাম্পিয়ন: মুহতাসিম আহমেদ চৌধুরী (ইউআইইউ)
১ম রানার আপ: তৌসিফ আবরার ফাইয়াজ, নুর আফরিন চৌধুরী অনন্যা এবং মাইশা জাহিন (এনএসইউ)
২য় রানার আপ: তারিফ হাসান, রাফিয়া তাবাসসুম সারা এবং আয়মান ইলিয়াস চৌধুরী (আইবিএ, ঢাবি)
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবন থেকে গবেষণায় জড়িত থাকা দরকার। এই ধরনের সম্পৃক্ততা তাদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশি অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে একজন গবেষক হওয়ার জন্য এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক, সাংবাদিক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতনের ফলে প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমে ৫ হাজার ২০২ পয়েন্টে নেমেছে। এর মধ্য দিয়ে সূচক প্রায় তিন মাস আগের অবস্থানে নেমেছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
৮ ঘণ্টা আগেরমজান মাস সামনে রেখে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়েও বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুত থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৮ ঘণ্টা আগেঅর্থনীতি যখন টালমাটাল, ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে, ঠিক তখনই চট্টগ্রাম বন্দর বাড়িয়েছে মাশুল। ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন হার। এর আগে ১ সেপ্টেম্বর থেকেই ২১টি বেসরকারি কনটেইনার ডিপো বা অফডক বাড়িয়েছে নিজেদের চার্জ। শিপিং এজেন্টরা এখন সেই বাড়তি খরচ আমদানিকারকদের ওপর চাপিয়ে দিচ্ছে।
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের লালদিয়া, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং বে টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে। নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বরে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
১১ ঘণ্টা আগে