Ajker Patrika

ইভ্যালির গাড়ি ফিরিয়ে না দিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৮
ইভ্যালির গাড়ি ফিরিয়ে না দিলে ব্যবস্থা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কয়েকটি গাড়ি কিছু মানুষের কাছে আটকে আছে। এসব গাড়ি আগামী রোববারের মধ্যে ফিরিয়ে না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ বৃহস্পতিবার নিলামের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। 

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইভ্যালির পাওনাদারদের পাওনা পরিশোধ করা। সে উদ্দেশ্যে আমরা নিলাম ডেকেছি। ভবিষ্যতে আরও নিলাম ডাকব। যে গাড়িগুলো নিলাম করা হচ্ছে সেই গাড়ি ইভ্যালির ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো না। কেউ যদি নিলামে সর্বোচ্চ দাম দেয়, তাও তার কাছে গাড়ি বিক্রি করা হয় না, যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়। যত সম্ভব বেশি দাম প্রদানকারীর কাছেই গাড়ি বিক্রি করা হবে। ইভ্যালির পাঁচ বোর্ড সদস্য ও তাঁদের আত্মীয়স্বজন কেউ এই নিলামে অংশগ্রহণ করতে পারবে না। 

তিনি আরও বলেন, ‘অন্যের গাড়ি আটকে রাখা মানে চুরি। ইভ্যালির গাড়ি অনেকেই আটকে রেখেছেন। আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করব। এরপরে পুলিশি অ্যাকশনে যাব।’

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ