Ajker Patrika

ব্লকচেইন-ভিত্তিক দেশীয় ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম গ্রিন এলসির প্রুফ অব কনসেপ্ট সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক

বিজ্ঞপ্তি
ব্লকচেইন-ভিত্তিক দেশীয় ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম গ্রিন এলসির প্রুফ অব কনসেপ্ট সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক

ব্লকচেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রিন এলসি সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশের ট্রেড ডিজিটালাইজেশন ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। উল্লেখিত প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি ব্যাংক হিসেবে সহযোগী ভূমিকা পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা (এফই সার্কুলার ০৬, ১৪ জানুয়ারি-২০২৫) অনুযায়ী, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এলসি লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক সলিউশন ব্যবহারে উৎসাহিত হবে। এই ইলেকট্রনিক সলিউশনের আওতায় এলসির ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, এক্সেপটেন্স এবং তৎপরবর্তী সব প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

ইতিপূর্বে গ্রিন এলসি বাস্তবায়নে প্রাইম ব্যাংক এবং প্ল্যাটফর্মটির প্রযুক্তি পার্টনার স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং (প্রাইভেট) লিমিটেডের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় তিনটি ব্যাংক অংশগ্রহণ করে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশে একটি নিরাপদ, স্বচ্ছ ও অত্যন্ত দক্ষ ডিজিটাল ট্রেড ইকো সিস্টেম গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রাইম ব্যাংক প্রতিনিয়ত ডিজিটাল উদ্ভাবনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা পদ্ধতিকে শতভাগ ডিজিটাল, নিরবচ্ছিন্ন এবং কাগজবিহীন একটি কাঠামোর রূপ দিতে বদ্ধপরিকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত