প্রবাসীরা আরও সহজে নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ পেমেন্ট নেটওয়ার্ক ‘টেরা-পে’-এর সহজ সমাধানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মুহূর্তে নগদে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এ উপলক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
উদ্ভাবন ও গ্রাহকদের জন্য সহজ সমাধান দেওয়া মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেড সম্প্রতি টেরা-পের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বের ২০০টি দেশে টেরা-পের পেমেন্ট নেটওয়ার্ক বিস্তৃত।
বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এমএফএস নগদ আরও দ্রুত লেনদেন ব্যবস্থা গড়ার চেষ্টা করছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা উপভোগ করতে পারবেন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা।
টেরা-পে সারা পৃথিবীতে তাদের সেবার কারণে বিখ্যাত। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৯টি বাজারে নিবন্ধিত এবং পরিচালিত হয়ে আসছে। বৈশ্বিক বিভিন্ন ব্যাংক, মোবাইল ওয়ালেট, মানি ট্রান্সফার অপারেটর, মার্চেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও বিস্তৃত আর্থিক লেনদেন ব্যবস্থায় অবদান রাখছে। পাশাপাশি ভিসার কৌশলগত বিনিয়োগ থাকার কারণে বৈশ্বিক লেনদেন এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বেড়ে চলেছে টেরা-পের।
নগদ লিমিটেড ও টেরা-পের মধ্যে কৌশলগত এই চুক্তির ফলে এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা পাবেন প্রবাসীরা। টেরা-পে ও নগদের চুক্তির বিষয়ে দেশের অন্যতম নির্ভরযোগ্য বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নগদ লিমিটেড বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
টেরা-পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বার সুর নগদ লিমিটেডের সঙ্গে চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘নগদের সঙ্গে উল্লেখযোগ্য এই চুক্তির মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দ্রুত ও নিরাপত্তার মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।’
নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা শুরু থেকে চেষ্টা করেছি মানুষের জীবন সহজ করার জন্য। পৃথিবীর অন্যতম বড় পেমেন্ট নেটওয়ার্ক টেরা-পে দিয়ে এখন প্রবাসী ভাইবোনেরা মুহূর্তে নগদে রেমিট্যান্স আনতে পারবেন।’
প্রবাসীরা আরও সহজে নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ পেমেন্ট নেটওয়ার্ক ‘টেরা-পে’-এর সহজ সমাধানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মুহূর্তে নগদে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এ উপলক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
উদ্ভাবন ও গ্রাহকদের জন্য সহজ সমাধান দেওয়া মোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেড সম্প্রতি টেরা-পের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বের ২০০টি দেশে টেরা-পের পেমেন্ট নেটওয়ার্ক বিস্তৃত।
বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এমএফএস নগদ আরও দ্রুত লেনদেন ব্যবস্থা গড়ার চেষ্টা করছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি হাজারে সরকারি বোনাস ২৫ টাকাসহ সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা উপভোগ করতে পারবেন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা।
টেরা-পে সারা পৃথিবীতে তাদের সেবার কারণে বিখ্যাত। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৯টি বাজারে নিবন্ধিত এবং পরিচালিত হয়ে আসছে। বৈশ্বিক বিভিন্ন ব্যাংক, মোবাইল ওয়ালেট, মানি ট্রান্সফার অপারেটর, মার্চেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও বিস্তৃত আর্থিক লেনদেন ব্যবস্থায় অবদান রাখছে। পাশাপাশি ভিসার কৌশলগত বিনিয়োগ থাকার কারণে বৈশ্বিক লেনদেন এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের বাণিজ্যিক কার্যক্রমের পরিধি বেড়ে চলেছে টেরা-পের।
নগদ লিমিটেড ও টেরা-পের মধ্যে কৌশলগত এই চুক্তির ফলে এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা পাবেন প্রবাসীরা। টেরা-পে ও নগদের চুক্তির বিষয়ে দেশের অন্যতম নির্ভরযোগ্য বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নগদ লিমিটেড বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
টেরা-পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বার সুর নগদ লিমিটেডের সঙ্গে চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘নগদের সঙ্গে উল্লেখযোগ্য এই চুক্তির মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দ্রুত ও নিরাপত্তার মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।’
নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা শুরু থেকে চেষ্টা করেছি মানুষের জীবন সহজ করার জন্য। পৃথিবীর অন্যতম বড় পেমেন্ট নেটওয়ার্ক টেরা-পে দিয়ে এখন প্রবাসী ভাইবোনেরা মুহূর্তে নগদে রেমিট্যান্স আনতে পারবেন।’
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের
৯ ঘণ্টা আগেভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর বড় ধাক্কা লেগেছে ভারতের তৈরি পোশাক খাতে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর থেকে প্রতিদিন আতঙ্কে কাটছে এই খাতের উদ্যোক্তাদের।
১১ ঘণ্টা আগেব্যাংক খাতে লুণ্ঠন, অর্থ পাচার, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নড়বড়ে করে ফেলা, বৈদেশিক মুদ্রার মজুতে চাপ ইত্যাদি কারণে আওয়ামী লীগ আমলের শেষের দিকে অর্থনীতি মহাসংকটে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে জনজীবনেও। মূল্যস্ফীতিতে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের...
১৯ ঘণ্টা আগেচীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে...
১৯ ঘণ্টা আগে