Ajker Patrika

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার প্যাকের চুক্তি নবায়ন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার প্যাকের চুক্তি নবায়ন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই বছরের জন্য ভাড়া ভিত্তিক চুক্তি নবায়ন করা হয়েছে। আজ বুধবার ঢাকায় বিদ্যুৎ ভবনে এই চুক্তি সই হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব সেলিম রেজা এবং পাওয়ার প্যাকের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ শামসুল হক, প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবিএম জিয়াউল হক, সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার সৈয়দ কামরুল ইসলাম মোহন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাওয়ার প্যাকের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমাদের কোম্পানি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, যাতে যত শিগগির সম্ভব এই প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যায়।’ তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বক্তব্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য শামসুল হক পাওয়ার প্যাক কর্তৃপক্ষকে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুরোধ জানান। তিনি বলেন, ‘এই চুক্তি সইয়ের দিন থেকেই চুক্তি কার্যকর হবে। সুতরাং যেহেতু আজ চুক্তি সই হলো আজ থেকেই দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করাই ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত