Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সই

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সই

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া। কেন্দ্রীয় ব্যাংকের বেসরকারি খাতের উৎপাদনভিত্তিক রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা (বিবি-এলটিএফএফ) প্রোগ্রামের আওতায় এই চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্লানিং ডিপার্টমেন্ট) লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর, নির্বাহী পরিচালক (আইসিটি) মি. দেবদুলাল রায়, পরিচালক (ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ) এ কে এম কামরুজ্জামান, পরিচালক (অ্যাকাউন্টস্ অ্যান্ড বাজেট বিভাগ) মো. আবুল বসারসহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে ব্যাংক এশিয়া দেশের উৎপাদনভিত্তিক রপ্তানিমুখী (ছোট, মাঝারি ও বড়) প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স উদ্যোগে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে তহবিল পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত