Ajker Patrika

সরকারি মালিকানাধীন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কর্মশালা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১৩
সরকারি মালিকানাধীন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কর্মশালা

সরকারের মালিকানাধীন কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করা নিয়ে বিআইসিএমের মাল্টিপারপাস হলে একটি কর্মশালা হয়েছে। গত বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) ব্যবস্থাপনায় এই কর্মশালা হয়। 

কর্মশালায় অতিথি হিসেবে অংশ নেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. কিসমাতুল আহসান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, যুগ্ম সচিব নাহিদ হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএলের চেয়ারম্যান মো. আবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাঈদ কুতুব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হোসেন। সভাপতিত্বে ছিলেন আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন। 

এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তারা, আইসিবির মহাব্যবস্থাপকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইডিআরএ, ডিএসই, সিএসই, বিপিসির কর্মকর্তারাসহ ১৫টি সরকার মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন আইসিবির মহাব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন সরকার মালিকানাধীন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রয়োজনীয়তা, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন। সরকারি কোম্পানিসমূহের প্রতিনিধিরা তালিকাভুক্তির বিষয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। বিএসইসি, স্টক এক্সচেঞ্জগুলো, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও অতিথিরা সরকার মালিকানাধীন এসব কোম্পানির পুঁজিবাজারে দ্রুত সময়ে তালিকাভুক্তি করতে দিকনির্দেশনামূলক মতামত দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত