Ajker Patrika

উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২০: ৪০
উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-৪-এ এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তনে সভাপতি ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ।

উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন-২০২৩ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা লেখা এবং সমাবর্তনে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।সমাবর্তনে শিক্ষামন্ত্রী বলেন, ‘একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য আমি উত্তরা ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই প্রজন্মকে লালন-পালন করে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে স্বয়ংসম্পূ‍‍‍র্ণতার প্রমাণ করেছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আজ এই দিনটি জ্ঞান ও দক্ষতা অর্জনের যাত্রায় একটি উল্লেখযোগ্য দিন, কারণ আজ স্নাতকদের একাডেমিক সাফল্য উদ্যাপন করতে একত্রিত হয়েছি। আমি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানাতে চাই, যারা একাডেমিক যাত্রাজুড়ে অটুট নিষ্ঠা, অধ্যবসায় ও বুদ্ধিবৃত্তিক কৌতূহল প্রদর্শন করে এই প‍‍‍‍র্যন্ত এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে আমাদের সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকের গ্র্যাজুয়েটরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এটাই আমার প্রত্যাশা।’

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা যখন ক‍‍র্মজগতে পা রাখবেন, মনে রাখবেন আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আলোকবর্তিকা হয়ে সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। সাহসের সঙ্গে চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করবেন। উৎসাহের সঙ্গে সুযোগগুলোর কাছে যাবেন এবং আপনারা পেশাদার যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে শিখতে এবং নিজেকে প্রসারিত করতে থাকুন। আমি সবশেষে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তনে অংশগ্রহণকারী সব গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত