নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন করে আগামীর পথে- এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন পরিষদের নয়জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান সাবেক শিক্ষাসচিব ও জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচিত যারা দায়িত্ব নিচ্ছে, তাদের অভিনন্দন। আপনারা ই-ক্যাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এটাই প্রত্যাশা।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন কমিটির সদস্যরা যে কথা দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন, তা যেন পূরণ করতে পারে। এ জন্য আমরা যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-ক্যাবে এবারই প্রথম নির্বাচনের মধ্য দিয়ে কোনো কমিটি নির্বাচিত হয়ে এলো। এর মাধ্যমে যে সুন্দর একটা পরিবেশ তৈরী হয়েছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। মাত্র আট বছরের মধ্যে যে বিশাল একটা ই-কমার্স ইন্ডাস্ট্রি তৈরী হয়েছে এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।
এ সময় তিনি এক বছরের মধ্যে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানান।
ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা হলেন- সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজীব। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
শপথ নেওয়ার পর ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে ই-কমার্স ইন্ডাস্ট্রি দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। আমরা একই আছি। আমরা সবাই একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেব।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ই-ক্যাব। এরপর থেকে পর্যায়ক্রমে তিনটি কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে এসেছে। গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চতুর্থ কার্যনির্বাহী কমিটি পায় সংগঠনটি।
নতুন করে আগামীর পথে- এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন পরিষদের নয়জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান সাবেক শিক্ষাসচিব ও জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচিত যারা দায়িত্ব নিচ্ছে, তাদের অভিনন্দন। আপনারা ই-ক্যাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এটাই প্রত্যাশা।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন কমিটির সদস্যরা যে কথা দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন, তা যেন পূরণ করতে পারে। এ জন্য আমরা যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-ক্যাবে এবারই প্রথম নির্বাচনের মধ্য দিয়ে কোনো কমিটি নির্বাচিত হয়ে এলো। এর মাধ্যমে যে সুন্দর একটা পরিবেশ তৈরী হয়েছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। মাত্র আট বছরের মধ্যে যে বিশাল একটা ই-কমার্স ইন্ডাস্ট্রি তৈরী হয়েছে এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।
এ সময় তিনি এক বছরের মধ্যে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানান।
ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা হলেন- সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজীব। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
শপথ নেওয়ার পর ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে ই-কমার্স ইন্ডাস্ট্রি দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। আমরা একই আছি। আমরা সবাই একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেব।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ই-ক্যাব। এরপর থেকে পর্যায়ক্রমে তিনটি কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে এসেছে। গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চতুর্থ কার্যনির্বাহী কমিটি পায় সংগঠনটি।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
১১ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
১১ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১২ ঘণ্টা আগে