Ajker Patrika

এসইউবি ও ল্যাবএইডের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

এসইউবি ও ল্যাবএইডের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

ল্যাবএইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেছে। এ উপলক্ষে গত শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে এসইউবির প্রধান ক্যাম্পাসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এসইউবির জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাজধানীর প্রধান কয়েকটি সড়ক ঘুরে আবারও প্রধান ক্যাম্পাস ফিরে আসে। পরে ক্যাম্পাস মিলনায়তনে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক হাসনাত এম আলমগির সভাপতিত্ব করেন। সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘দূষণ এবং জনস্বাস্থ্য’। 
আলোচনায় বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. এ কে এম মোসাররফ হোসাইন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. আবু জামিল ফয়সাল।

এ সময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্টেট হেলথ সায়েন্স কলেজের প্রিন্সিপাল, শিক্ষক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত