`ইচ্ছেরা সব হাতের মুঠোয়' এই স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা `আলেশা কার্ড' চুক্তি স্বাক্ষর করেছে `আমারি ঢাকা হোটেল' এর সঙ্গে। গতকাল মঙ্গলবার আমারি ঢাকা হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
`আলেশা কার্ড' থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী `আলেশা কার্ড' হোল্ডাররা `আমারি ঢাকা হোটেল' এর রুম এবং ব্যাংকুয়েট হল বুকিংয়ে শতকরা ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এ ছাড়াও আমারি ঢাকা হোটেলে ব্রিজ স্পা ট্রিটমেন্টে শতকরা ১৫ শতাংশ এবং ক্যাসকেড লবি লাউঞ্জ ও আমায়া ফুড গ্যালারিতে শতকরা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন আলেশা কার্ড হোল্ডাররা।
এই অনুষ্ঠানে আলেশা কার্ড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রিফাত হোসেন এবং ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার মো. তারিক আজিজ। এ ছাড়াও আমারি ঢাকা হোটেলের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার বেকার, ডিরেক্টর অব ফাইনান্স রফিকুল ইসলাম এবং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র ম্যানেজার সাবরিনা মৃধা।
উল্লেখ্য, সম্প্রতি যাত্রা শুরু করেছে আলেশা কার্ড, যা আলেশা হোল্ডিংস লি. এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি পার্টনারদের কাছ থেকে আলেশা কার্ড হোল্ডারগণ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এক বছর মেয়াদি কার্ডটির ক্রয়মূল্য ৭ হাজার ৯৮০ টাকা। সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কার্ডটি পাচ্ছেন একদম ফ্রি ও ৬৫ বয়সোর্ধ ব্যক্তিগণ শতকরা ৫০ শতাংশ ছাড়ে পাচ্ছেন আলেশা কার্ড।
`ইচ্ছেরা সব হাতের মুঠোয়' এই স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা `আলেশা কার্ড' চুক্তি স্বাক্ষর করেছে `আমারি ঢাকা হোটেল' এর সঙ্গে। গতকাল মঙ্গলবার আমারি ঢাকা হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
`আলেশা কার্ড' থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী `আলেশা কার্ড' হোল্ডাররা `আমারি ঢাকা হোটেল' এর রুম এবং ব্যাংকুয়েট হল বুকিংয়ে শতকরা ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এ ছাড়াও আমারি ঢাকা হোটেলে ব্রিজ স্পা ট্রিটমেন্টে শতকরা ১৫ শতাংশ এবং ক্যাসকেড লবি লাউঞ্জ ও আমায়া ফুড গ্যালারিতে শতকরা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন আলেশা কার্ড হোল্ডাররা।
এই অনুষ্ঠানে আলেশা কার্ড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রিফাত হোসেন এবং ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার মো. তারিক আজিজ। এ ছাড়াও আমারি ঢাকা হোটেলের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার বেকার, ডিরেক্টর অব ফাইনান্স রফিকুল ইসলাম এবং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র ম্যানেজার সাবরিনা মৃধা।
উল্লেখ্য, সম্প্রতি যাত্রা শুরু করেছে আলেশা কার্ড, যা আলেশা হোল্ডিংস লি. এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি পার্টনারদের কাছ থেকে আলেশা কার্ড হোল্ডারগণ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এক বছর মেয়াদি কার্ডটির ক্রয়মূল্য ৭ হাজার ৯৮০ টাকা। সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কার্ডটি পাচ্ছেন একদম ফ্রি ও ৬৫ বয়সোর্ধ ব্যক্তিগণ শতকরা ৫০ শতাংশ ছাড়ে পাচ্ছেন আলেশা কার্ড।
মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
১ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এই লক্ষ্যমাত্রা পূরণের পর ২০২৫
৩ ঘণ্টা আগে