Ajker Patrika

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ফিওনা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিএম কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. রুহুল আমিন, অফিস অব দ্য স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মঞ্জুরুল হক খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। 

উল্লেখ্য যে ইংরেজী ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকা শহরের ত্রিশটি কলেজ নিয়ে একটি আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিল- ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ: গ্রামার এন্ড ভোকাবুলারি স্কিলস’। উক্ত কুইজ প্রতিযোগিতায় দলভিত্তিক প্রথম স্থান অধিকার করেছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসিন রায়হান ত্রিমা, উম্মে ফাতেমা রায়া এবং নৌশিন আনজুম মজুমদার। দলভিত্তিক ২য় স্থান অধিকার করেছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসনোভা জান্নাত, ফৌজিয়া তানজিম এবং আফরিদা হোসাইন। ৩য় স্থান অধিকার করেছিল সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আজরাফ মাহি, বিসমিহা আরহাম এবং হাবিবা হাসান রাফিয়া। 

 উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দলভিত্তিক শিক্ষার্থীদের হাতে চেক, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। 

অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনার শাহনাজ আক্তারের স্বাগত বক্তব্যের পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফটস্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করান প্রধান অতিথি জিএম কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত