Ajker Patrika

দারাজ উৎসবে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১০: ১৬
দারাজ উৎসবে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ

দেশের বৃহত্তম বিক্রয় উৎসব দারাজ ১১.১১-এ শুক্রবার ১১ নভেম্বর কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই মিলবে ১২ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি ১২ থেকে ১৫ নভেম্বর বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিটি অফারেই একবার করে ক্যাশব্যাক নিয়ে মোট ৩০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইনজুড়ে।

সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ দেশে পঞ্চমবারের মতো ‘দারাজ ১১.১১’ বিক্রয় উৎসবটির আয়োজন করছে। এই উৎসব উপলক্ষ্যে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দারাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, সর্বোচ্চ ২০০ টাকার ক্যাশব্যাকটি পেতে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে বিকাশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। 

দারাজে পণ্য কিনে প্রথমবার বিকাশ পেমেন্টের ক্ষেত্রে পণ্য নির্বাচন করার পর দারাজের অ্যাপ বা ওয়েবসাইটের পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হয়ে যাবে। একবার অপশন যুক্ত হয়ে গেলে এরপর থেকে প্রতিবার শুধু বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত