Ajker Patrika

আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় উল্লম্ফন, লভ্যাংশ ঘোষণা

বিজ্ঞপ্তি
আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় উল্লম্ফন, লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি ফাইন্যান্স ২০২৪ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধির অসাধারণ নজির স্থাপন করেছে। কোম্পানিটি ১৬৭ কোটি ৩০ লাখ টাকার একক নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি। শুধু তাই নয়, সম্মিলিত নিট মুনাফাও ৩২.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি ২৮ লাখ টাকা। এই অভূতপূর্ব সাফল্যের পরে আইডিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।  

আজ বৃহস্পতিবার গুলশানে আইডিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৫১তম পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় কোম্পানির আর্থিক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

প্রতিবেদনে দেখা যায়, আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬৪ টাকা থেকে বেড়ে ৪.৮২ টাকা হয়েছে। এ ছাড়া রিটার্ন অন ইকুইটি (আরওই) ও রিটার্ন অন অ্যাসেটসের (আরওএ) মতো গুরুত্বপূর্ণ আর্থিক সূচকগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আরওই ৮.২৮ শতাংশ থেকে বেড়ে ১০.৩৩ শতাংশ ও আরওএ ১.০৩ শতাংশ থেকে বেড়ে ১.৩৫ শতাংশ হয়েছে।  

আমানত ও ঋণ বিতরণেও আইডিএলসি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। গ্রাহকের আমানত বেড়ে ৮ হাজার ৩৯১ কোটি টাকায় উন্নীত হয়েছে এবং কোম্পানিটি ১১ হাজার ৩৯৭ কোটি টাকার ঋণ পোর্টফোলিও ধরে রাখতে সক্ষম হয়েছে।  

আইডিএলসি তাদের ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনাকে বেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে, যার ফলে মন্দ ঋণের অনুপাত কমে এসেছে। কোম্পানির মন্দ ঋণের কভারেজ অনুপাত ১০৬.১১ শতাংশসহ মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ৪.৪৫ শতাংশে দাঁড়িয়েছে, যা আর্থিক খাতের গড় থেকেও অনেক কম।  

আইডিএলসির সহযোগী প্রতিষ্ঠানগুলো যেমন—আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডও এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।  

পরিচালনা পর্ষদ মনে করে, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও কৌশলী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই সাফল্য এসেছে। তারা এই সাফল্যের জন্য সুশাসন, গ্রাহকদের আস্থা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে কৃতিত্ব দেয়। ভবিষ্যতে, আইডিএলসি একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত