Ajker Patrika

উই ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

উই ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক এশিয়ার বিশেষ সেবা প্ল্যাটফর্ম ‘নীলিমাʼ-এর মাধ্যমে দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে উই (উইমেন অ্যান্ড ই-কমার্স) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। 

গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী এবং উই-এর প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইমানা হক জ্যোতি ও আইরিন পারভীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়া ও উই যৌথভাবে দেশব্যাপী কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের উন্নয়নকল্পে তাঁদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। যা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন এর সহায়তায় ব্যাংক এশিয়ার নারীর ক্ষমতায়ন কার্যক্রমকে বেগবান করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত