‘রেইন ওয়াটার হারভেস্টিং’ প্রকল্পের উদ্বোধন করেছে ভবন নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ছাতকে কোম্পানির প্ল্যান্টের পাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
ছাতকের মানুষের জন্য নিরাপদ খাবার পানির সংগ্রহ সব সময়ই কষ্টকর। বাড়ির পাশের পুকুর এবং অন্য উৎস থেকে এই এলাকার মানুষ খাবার পানি সংগ্রহ করেন যা খাওয়ার জন্য নিরাপদ নয় এবং পানিবাহিত রোগের অন্যতম কারণ।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, প্রকল্পের সুবিধাভোগীরা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই এলাকার মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত করতে লাফার্জহোলসিম বাংলাদেশ এগিয়ে এসেছে এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মতো টেকসই প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ১০টি বাড়িতে রেইন ওয়াটার হারভেস্টিং সুবিধা দেওয়া হয়েছে, যেখান থেকে আশপাশের ৫০টি পরিবারের মানুষ সারা বছর নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে পারছেন।
ছাতকে বছরের প্রায় ৬-৭ মাস বৃষ্টি হয়, তাই এটা একটা খাবার পানির ভালো উৎস। এই পানির ট্যাংকির অভ্যন্তরে রয়েছে ওয়াটার ফিল্টারিং সিস্টেম, ফলে এই পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। সারা বছর এই ট্যাংকিগুলোতে ২ লাখ ৬০ হাজার লিটার পানি সংরক্ষণ করা যাবে।
এই প্রকল্প উদ্বোধনের সময় লাফার্জহোলসিমের সিইও ইকবাল চৌধুরী বলেন, ‘এই এলাকার মানুষের নিরাপদ খাবার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রকল্প। কোম্পানি আপনাদের এই সুবিধা তৈরি করে দিয়েছে, এখন এটা আপনাদের সম্পদ। আগামী দিনগুলোতেও কমিউনিটির সামগ্রিক উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্প আমরা চালু করব।’
‘রেইন ওয়াটার হারভেস্টিং’ প্রকল্পের উদ্বোধন করেছে ভবন নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ছাতকে কোম্পানির প্ল্যান্টের পাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
ছাতকের মানুষের জন্য নিরাপদ খাবার পানির সংগ্রহ সব সময়ই কষ্টকর। বাড়ির পাশের পুকুর এবং অন্য উৎস থেকে এই এলাকার মানুষ খাবার পানি সংগ্রহ করেন যা খাওয়ার জন্য নিরাপদ নয় এবং পানিবাহিত রোগের অন্যতম কারণ।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, প্রকল্পের সুবিধাভোগীরা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই এলাকার মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত করতে লাফার্জহোলসিম বাংলাদেশ এগিয়ে এসেছে এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মতো টেকসই প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ১০টি বাড়িতে রেইন ওয়াটার হারভেস্টিং সুবিধা দেওয়া হয়েছে, যেখান থেকে আশপাশের ৫০টি পরিবারের মানুষ সারা বছর নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে পারছেন।
ছাতকে বছরের প্রায় ৬-৭ মাস বৃষ্টি হয়, তাই এটা একটা খাবার পানির ভালো উৎস। এই পানির ট্যাংকির অভ্যন্তরে রয়েছে ওয়াটার ফিল্টারিং সিস্টেম, ফলে এই পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। সারা বছর এই ট্যাংকিগুলোতে ২ লাখ ৬০ হাজার লিটার পানি সংরক্ষণ করা যাবে।
এই প্রকল্প উদ্বোধনের সময় লাফার্জহোলসিমের সিইও ইকবাল চৌধুরী বলেন, ‘এই এলাকার মানুষের নিরাপদ খাবার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রকল্প। কোম্পানি আপনাদের এই সুবিধা তৈরি করে দিয়েছে, এখন এটা আপনাদের সম্পদ। আগামী দিনগুলোতেও কমিউনিটির সামগ্রিক উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্প আমরা চালু করব।’
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।
৫ ঘণ্টা আগেপুরো অর্থবছরে অর্থনীতির টানাপোড়েন যেন স্পষ্ট হয়ে উঠল ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে। বিপুল রাজস্ব ঘাটতির ভার নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৌঁছেছে এক অস্বস্তিকর বাস্তবতার মুখে, যা নতুন অর্থবছরের শুরুতে রাখল এক গভীর সংকটের ছায়া। বিদায়ী অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার কোটি টাকা,
১৩ ঘণ্টা আগেনানা নাটকীয়তার পর দেড় মাস ধরে চালানো আন্দোলন কর্মসূচি গত রোববার প্রত্যাহার করে নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। এতে সচল হয়েছে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। তবে এই আন্দোলন থামানোর জন্য বেশ কঠোর অবস্থান নিতে হয়েছে সরকারকে। বিষয়টি আঁচ করতে
১৩ ঘণ্টা আগেপ্রথা অনুযায়ী আগামীকাল ১ জুলাই ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনে ব্যাংক হলিডে পালিত হচ্ছে। ফলে দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। তবে ব্যাংকের অফিসগুলো খোলা থাকবে এবং লেনদেন ছাড়া অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম চলবে। একই দিনে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।
১৯ ঘণ্টা আগে