Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলো আরও শক্তিশালী করার উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলো আরও শক্তিশালী করার উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্যে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান। 

আজ সকালে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. মশিউর রহমান। বৈঠকে উপাচার্য আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের শিক্ষার্থীদের সেবা প্রদানে আরও বেশি কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। 

আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের উদ্দেশে উপাচার্য মশিউর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার জন্য আঞ্চলিক কেন্দ্রসমূহকে বিভাগওয়ারি কলেজগুলোতে মনিটরিং জোরদার করতে হবে। যাতে ক্লাসরুমে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত হয়। এ জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিয়মিত শিক্ষকেরা যাতে ক্লাসরুমে পাঠদান করে সেটিও মনিটরিং করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অঞ্চলভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

বছরব্যাপী এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য উপাচার্য আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফয়জুল করিম, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক কাজী নাসির উদ্দিন, বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রইসুল আনাম, খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক, সিলেটের মো. গোলাম রাব্বানী, রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রবিউল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত