নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে ব্যবসার জন্য অনেক দিন আগেই ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) নিয়েছে এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ৩০৮। তবে সনদ নিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেনি হাউসটি। এর কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করা হয়েছে তিন সদস্যের কমিটি।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বিষয়টি এসকিউ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীকেও অবহিত করা হয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং শহীদুল ইসলাম।
বিএসইসির আইন অনুযায়ী, ট্রেক সার্টিফিকেট পাওয়ার ছয় মাসের মধ্যে ব্যবসা শুরু করার বিধান রয়েছে। এসকিউ ব্রোকারেজ হাউস বিএসইসির এ আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে। তাই প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ অনুসন্ধানে কিছু শর্ত সাপেক্ষে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে আদেশ জারির পরবর্তী ৬০ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্রোকারেজ হাউসটি নির্ধারিত সময়ের মধ্যে স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার হিসেবে কেন ব্যবসা শুরু করতে পারেনি, সেসব কারণ খতিয়ে দেখবে তদন্ত কমিটি। হাউসটির ব্যবসা শুরু করতে ব্যর্থ হওয়ার প্রকৃত কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো প্রাসঙ্গিক সমস্যা থাকলে, সেটাও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন দেবে কমিটি। প্রতিবেদনে কোনো অসংগতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।
পুঁজিবাজারে ব্যবসার জন্য অনেক দিন আগেই ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) নিয়েছে এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ৩০৮। তবে সনদ নিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেনি হাউসটি। এর কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করা হয়েছে তিন সদস্যের কমিটি।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বিষয়টি এসকিউ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীকেও অবহিত করা হয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং শহীদুল ইসলাম।
বিএসইসির আইন অনুযায়ী, ট্রেক সার্টিফিকেট পাওয়ার ছয় মাসের মধ্যে ব্যবসা শুরু করার বিধান রয়েছে। এসকিউ ব্রোকারেজ হাউস বিএসইসির এ আইন পরিপালন করতে ব্যর্থ হয়েছে। তাই প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ অনুসন্ধানে কিছু শর্ত সাপেক্ষে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে আদেশ জারির পরবর্তী ৬০ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্রোকারেজ হাউসটি নির্ধারিত সময়ের মধ্যে স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার হিসেবে কেন ব্যবসা শুরু করতে পারেনি, সেসব কারণ খতিয়ে দেখবে তদন্ত কমিটি। হাউসটির ব্যবসা শুরু করতে ব্যর্থ হওয়ার প্রকৃত কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো প্রাসঙ্গিক সমস্যা থাকলে, সেটাও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন দেবে কমিটি। প্রতিবেদনে কোনো অসংগতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে