নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির শুভেচ্ছাদূত বা অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা ও বিতর্কিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার ৯১৬তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির বড় একটি কর্মসূচি ছিল ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’। এই কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়।
শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে পুঁজিবাজারের কারসাজিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুঁজিবাজারের বড় কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার সাকিব। তাঁদের মালিকানায় রয়েছে একটি ব্রোকারেজ হাউস। বিভিন্ন সময় সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন তিনি।
এদিকে বুধবারই পুঁজিবাজারে কেলেঙ্কারিসহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার, কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, তাঁর নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কারণ, তাঁর অসততা এবং তিনি প্রশ্নবিদ্ধ লোক। তাঁর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও অনৈতিক অভিযোগ রয়েছে। তাঁকে এ পদে রাখা যায় না।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির শুভেচ্ছাদূত বা অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা ও বিতর্কিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার ৯১৬তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির বড় একটি কর্মসূচি ছিল ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’। এই কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়।
শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে পুঁজিবাজারের কারসাজিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুঁজিবাজারের বড় কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার সাকিব। তাঁদের মালিকানায় রয়েছে একটি ব্রোকারেজ হাউস। বিভিন্ন সময় সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন তিনি।
এদিকে বুধবারই পুঁজিবাজারে কেলেঙ্কারিসহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার, কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, তাঁর নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কারণ, তাঁর অসততা এবং তিনি প্রশ্নবিদ্ধ লোক। তাঁর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও অনৈতিক অভিযোগ রয়েছে। তাঁকে এ পদে রাখা যায় না।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
৯ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
৯ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
৯ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
৯ ঘণ্টা আগে