অনলাইন ডেস্ক
ডলারের ক্রমবর্ধমান মূল্যসহ বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা প্রকৃত ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে। যেসব ঋণগ্রহীতার ঋণের পরিমাণ ৫০ কোটির বেশি, তাঁরা ঋণের সীমা বৃদ্ধি, বকেয়া পরিশোধে অতিরিক্ত সময় এবং এলসি খোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তবে এসব সুবিধা কার্যকর হবে কমিটির সুপারিশ ও চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রাখা এবং ব্যাংকিং খাতকে সুসংহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক অবস্থানে ফিরিয়ে আনতে এবং ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সূত্র জানায়, কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকাররা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির কার্যপরিধির আওতায় ৫০ কোটি বা তার বেশি অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণিকৃত হয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতিসহায়তা প্রদানসংক্রান্ত কমিটি সুপারিশ করবে, যাতে এসব প্রতিষ্ঠান পুনরায় লাভজনক অবস্থানে ফিরতে পারে এবং ব্যাংকের ঋণ আদায়প্রক্রিয়া সহজতর হয়।
ডলারের ক্রমবর্ধমান মূল্যসহ বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা প্রকৃত ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে। যেসব ঋণগ্রহীতার ঋণের পরিমাণ ৫০ কোটির বেশি, তাঁরা ঋণের সীমা বৃদ্ধি, বকেয়া পরিশোধে অতিরিক্ত সময় এবং এলসি খোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তবে এসব সুবিধা কার্যকর হবে কমিটির সুপারিশ ও চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রাখা এবং ব্যাংকিং খাতকে সুসংহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক অবস্থানে ফিরিয়ে আনতে এবং ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সূত্র জানায়, কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকাররা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির কার্যপরিধির আওতায় ৫০ কোটি বা তার বেশি অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণিকৃত হয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতিসহায়তা প্রদানসংক্রান্ত কমিটি সুপারিশ করবে, যাতে এসব প্রতিষ্ঠান পুনরায় লাভজনক অবস্থানে ফিরতে পারে এবং ব্যাংকের ঋণ আদায়প্রক্রিয়া সহজতর হয়।
দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এই লক্ষ্যমাত্রা পূরণের পর ২০২৫
২ মিনিট আগেরপ্তানি খাতকে প্রতিযোগী সক্ষম করতে আইএমএফের পরামর্শ মেনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার দাবি করেছেন ব্যবসায়ীরা। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সবচেয়ে প্রভাব পড়বে উৎপাদন ও সেবা খাতে।
৪৩ মিনিট আগেবিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য তৈরি হয় চাল থেকে। কিন্তু এই মৌলিক খাদ্যশস্য এখন সংকটে। বিশ্বের ৯০ শতাংশ চাল উৎপন্ন হয় এশিয়ায়। কিন্তু অঞ্চলটি খরাপ্রবণ। এর পাশাপাশি প্রচণ্ড তাপপ্রবাহ ও অনিয়মিত আবহাওয়ার কারণে দিন দিন কমছে ফলন। উৎপাদন কমে যাওয়ায় বিশ্বজুড়ে চালের দাম এখন
২ ঘণ্টা আগেপদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম ব্যবহারের জন্য পূবালী, যমুনা ও ডাচ বাংলা ব্যাংক এবং বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ-এর সঙ্গে চুক্তি করেছে সেতু কর্তৃপক্ষ। আজ বুধবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
২ ঘণ্টা আগে