নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মাশরাফি ভাইকে দেখেই আমরা ই–অরেঞ্জে বিনিয়োগ করেছি। এখন তিনিই আমাদের শেষ ভরসা। মাশরাফি নিজেও এর দায় এড়াতে পারেন না।’
ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের ভুক্তভোগী গ্রাহকেরা আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাশরাফি বিন মর্তুজা এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় আমরা আশ্বস্ত ছিলাম। কারণ শুধু ক্রিকেটেই নয়, সংসদ সদস্য হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম আছে। তিনি ই–অরেঞ্জকে প্রমোট করার পর থেকেই পণ্য অর্ডার শুরু করি। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও পণ্য না পেয়ে আমরা প্রতারণার শিকার হচ্ছি।
তাঁরা জানান, তাঁদের কেউ লাখ টাকা বা কারো কোটি টাকার ওপরে পণ্যের অর্ডার দেওয়া আছে। বেশির ভাগ পণ্যই মোটরসাইকেল এবং টেলিভিশন। তাঁরা বলছেন, মাশরাফির ভরসাতেই তাঁদের এই বিনিয়োগ।
মানবন্ধনে অংশ নেওয়া ইমরান হোসেন নামের এক গ্রাহক বলেন, ই–অরেঞ্জ থেকে তিনি মে ও জুন মাসে মোটর সাইকেল অর্ডার করেন। পরে ডেলিভারি লিস্ট প্রকাশ করা হলেও আর কোনো অগ্রগতি হয়নি। অন্যান্য কোম্পানির সিইও লাইভে এসে গ্রাহকদের আশ্বস্ত করেন। ই–অরেঞ্জ সেটিও কখনো করেনি। তিনি বলেন, তবুও শুধু মাশরাফি ভাইকে দেখেই বিশ্বাস করে এখানে পণ্য অর্ডার করি। কিন্তু এখন আমরা প্রতারিত হচ্ছি।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরাতন সিইও সোনিয়া মেহেজাবিন সম্বন্ধে কিছুটা তাঁদের জানা ছিল। তাঁর ভাই বনানী থানার পুলিশ ইন্সপেক্টর সোহেল রানা। পরে মেহেজাবিনের স্থলাভিষিক্ত হন বীথি আক্তার নামে একজন। পরবর্তীতে জানা যায়, সোহেল রানার চতুর্থ স্ত্রীর নাম নাজনীন নাহার বীথি। তিনি ছিলেন কোরিয়ান ক্লাবের ওয়েটার। এসব তথ্য পেয়ে ১৬ আগস্ট ই–অরেঞ্জের অফিসে গিয়ে ম্যানেজমেন্টের কাউকেই পাওয়া যায়নি। গুলশান থানার ওসি গিয়েও মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তখনই গ্রাহকরা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হচ্ছেন। কোম্পানির সিওও আমানউল্লাহ নামে একজনের নামও তাঁরা শুনেছেন। তাঁর নামেও আগে থেকেই অভিযোগ আছে।
বক্তারা আরও বলেন, মাশরাফি ভাইকে আমরা দায়ী করছি না। তবে তিনি দায়ও এড়াতে পারেন না। কারণ, তিনি যুক্ত হাওয়ার ফলেই অর্ডার বেশি দেওয়া হয়েছে। তাই তিনি আমাদের শেষ ভরসা।
এদিকে মাশরাফি বিন মর্তুজা শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গ্রাহকেরা। গুলশান থানায় ই–অরেঞ্জের নামে একটি মামলা হয়েছে। রাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন গ্রাহকেরা।
অভিযুক্তদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে পণ্য রিফান্ড করার জন্য পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
‘মাশরাফি ভাইকে দেখেই আমরা ই–অরেঞ্জে বিনিয়োগ করেছি। এখন তিনিই আমাদের শেষ ভরসা। মাশরাফি নিজেও এর দায় এড়াতে পারেন না।’
ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের ভুক্তভোগী গ্রাহকেরা আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাশরাফি বিন মর্তুজা এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় আমরা আশ্বস্ত ছিলাম। কারণ শুধু ক্রিকেটেই নয়, সংসদ সদস্য হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম আছে। তিনি ই–অরেঞ্জকে প্রমোট করার পর থেকেই পণ্য অর্ডার শুরু করি। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও পণ্য না পেয়ে আমরা প্রতারণার শিকার হচ্ছি।
তাঁরা জানান, তাঁদের কেউ লাখ টাকা বা কারো কোটি টাকার ওপরে পণ্যের অর্ডার দেওয়া আছে। বেশির ভাগ পণ্যই মোটরসাইকেল এবং টেলিভিশন। তাঁরা বলছেন, মাশরাফির ভরসাতেই তাঁদের এই বিনিয়োগ।
মানবন্ধনে অংশ নেওয়া ইমরান হোসেন নামের এক গ্রাহক বলেন, ই–অরেঞ্জ থেকে তিনি মে ও জুন মাসে মোটর সাইকেল অর্ডার করেন। পরে ডেলিভারি লিস্ট প্রকাশ করা হলেও আর কোনো অগ্রগতি হয়নি। অন্যান্য কোম্পানির সিইও লাইভে এসে গ্রাহকদের আশ্বস্ত করেন। ই–অরেঞ্জ সেটিও কখনো করেনি। তিনি বলেন, তবুও শুধু মাশরাফি ভাইকে দেখেই বিশ্বাস করে এখানে পণ্য অর্ডার করি। কিন্তু এখন আমরা প্রতারিত হচ্ছি।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরাতন সিইও সোনিয়া মেহেজাবিন সম্বন্ধে কিছুটা তাঁদের জানা ছিল। তাঁর ভাই বনানী থানার পুলিশ ইন্সপেক্টর সোহেল রানা। পরে মেহেজাবিনের স্থলাভিষিক্ত হন বীথি আক্তার নামে একজন। পরবর্তীতে জানা যায়, সোহেল রানার চতুর্থ স্ত্রীর নাম নাজনীন নাহার বীথি। তিনি ছিলেন কোরিয়ান ক্লাবের ওয়েটার। এসব তথ্য পেয়ে ১৬ আগস্ট ই–অরেঞ্জের অফিসে গিয়ে ম্যানেজমেন্টের কাউকেই পাওয়া যায়নি। গুলশান থানার ওসি গিয়েও মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তখনই গ্রাহকরা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হচ্ছেন। কোম্পানির সিওও আমানউল্লাহ নামে একজনের নামও তাঁরা শুনেছেন। তাঁর নামেও আগে থেকেই অভিযোগ আছে।
বক্তারা আরও বলেন, মাশরাফি ভাইকে আমরা দায়ী করছি না। তবে তিনি দায়ও এড়াতে পারেন না। কারণ, তিনি যুক্ত হাওয়ার ফলেই অর্ডার বেশি দেওয়া হয়েছে। তাই তিনি আমাদের শেষ ভরসা।
এদিকে মাশরাফি বিন মর্তুজা শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গ্রাহকেরা। গুলশান থানায় ই–অরেঞ্জের নামে একটি মামলা হয়েছে। রাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন গ্রাহকেরা।
অভিযুক্তদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে পণ্য রিফান্ড করার জন্য পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ৩৯টি নির্দেশনামূলক পদক্ষেপ উপস্থাপন করা হয়েছে। গতকাল বুধবার (১৩ আগস্ট) গ্রিন রোডে পানি ভবনে বোর্ডের কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সংস্থার মহাপরিচালক মো. এনায়েত উল্লাহর এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা উপস্থাপন কর
২ ঘণ্টা আগেরুচি সস অ্যান্ড কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। দেশের অন্যতম প্রধান খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত এই ব্র্যান্ডটির সঙ্গে সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে আনুষ্ঠানিকভ
৩ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই এই বৈঠকের মূল বিষয় বলে জানা গেছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যদি কোনো কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে
৩ ঘণ্টা আগেএ সময় তিনি এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর জন্য পাঁচটি কারণ বা যুক্তি তুলে ধরেন। সেগুলো হচ্ছে—১. ভালো বাণিজ্য দর-কষাকষির জন্য, ২. তৈরি পোশাকের বাইরে রপ্তানি বৈচিত্র্য আনা, ৩. শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ৪. বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ৫. প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু সহনশীলতা টেকসই করা।
৪ ঘণ্টা আগে