Ajker Patrika

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এনবিআরের সামনে মানববন্ধনে ‘ফ্যাসিবাদ বিরোধী জনতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতির মধ্যেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী জনতা’। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে এই মানববন্ধন হয়।

ফ্যাসিবাদ বিরোধী জনতার ব্যানারে বক্তব্য দেন সাকিব হোসেন। নিজেকে গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য হিসেবে পরিচয় দেন তিনি।

এনবিআর চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোসর অ্যাখ্যা দিয়ে সাকিব হোসেন বলেন, ‘আবদুর রহমান খান কীভাবে এনবিআরের চেয়ারে বসল? বাংলাদেশের রাজস্ব খাত, অর্থনীতির মেরুদন্ডের মাথায় সে কীভাবে বসল?’

সাকিব বলেন, ‘সে (এনবিআর চেয়ারম্যান) যত জ্ঞানী-গুণী হোক, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর কোনো সচিব-আমলাকে আমরা গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই না। ফ্যাসিবাদী আমলাদের রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের মানুষকে খুন করতে দ্বিধাবোধ করেনি, আয়না ঘরে দিতে দ্বিধাবোধ করেনি, ক্রসফায়ার দিয়েছে, ছাত্র জনতার বুকে মুহূর্মুহ গুলি করে অগণিত মানুষকে হত্যা করেছে, সেই রেজিমের একজনকেও আমরা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে দেখতে চাই না।’

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাকিব বলেন, ‘আজকে আমরা ছোট পরিসরে এসেছি, শান্তিপূর্ণভাবে দাবিদাওয়া জানাচ্ছি। আমাদের দাবিগুলো পূরণ না হলে শান্তিপূর্ণ কর্মসূচি আর শান্তিপূর্ণ থাকবে না। তখন কিন্তু দোষারোপ করতে পারবেন না। আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটি থেকে সমূলেও উৎপাটন করার জন্য মাঠে নেমেছি।’

মানববন্ধন চলাকালে এনবিআর ভবনের সামনে পুলিশের কড়া পাহারা ছিল। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজের অংশ হিসেবে ডিউটি করছি।’

এদিকে অংশীজনদের মতামত উপেক্ষা করে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারাদেশে একযোগে কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাঁরা কলম বিরতিতে রয়েছেন। এতে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মধ্যরাতে জারি করা অধ্যাদেশ বাতিল ও সবার মতামত নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নতুন করে প্রণয়ন করতে হবে।

আগের দিন সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত কলম বিরতির পর আজ বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে কলম বিরতি কার্যক্রম শুরু হয় ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে। তবে আগের দিনের চেয়ে আজকে ২ ঘণ্টা বেশি সময় ধরে চলবে কলম বিরতি। শেষ হবে বিকেল ৩টায়। আগামী শনিবারেও একই সময়ে কলম বিরতির ঘোষণা রয়েছে।

এদিকে কলম বিরতি চলাকালে কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে। পরিষদের পক্ষে বলা হয়েছে, ‘দেশ ও রাষ্ট্রের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা সবাই।’

এনবিআরের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জনতা’-এর মানববন্ধনের পর এনবিআরের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণা আসে। এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ ২টা ১৩ মিনিটে এক বার্তায় বলেন, ‘এনবিআরের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে মিডিয়ার সঙ্গে কথা বলা হবে। সবাই এনবিআরের সামনে থাকেন।’

গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি এটি বাতিলের দাবি তোলেন। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন।

তবে শুরুতে কর্মকর্তাদের দাবির পক্ষে অনড় থাকলেও ধীরে পরে দুই সমিতির শীর্ষ নেতারা পিছু হটেন। আর এতে সমিতির পদে থাকা অনেক কর্মকর্তা গতকাল বুধবার পদত্যাগ করেন।

এনবিআর সূত্রে জানা গেছে, ট্যাক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের মধ্যে ২০ জনের বেশি পদত্যাগ করেছেন। আর কাস্টমস ও ভ্যাট ক্যাডার অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি হওয়ার পরপরই ৫ জন কর্মকর্তা অবসরে চলে যান। ফলে বাকি ১৬ সদস্যের মধ্যে ১২ জনই পদত্যাগ করেছেন। আজ আরও অনেকেই পদত্যাগ করবেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।

অধ্যাদেশ বাতিল করে সবার মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ জারির দাবিতে ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতির মাধ্যমে আন্দোলনে নেমেছেন এনবিআর কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত