বছর দুয়েক আগে সুয়েজ খালে কার্গো জাহাজ আটকে সারা দুনিয়ায় আলোচনায় এসেছিল তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশন। এবার কর্মীদের অস্বাভাবিক বোনাস দেওয়া নিয়ে আলোচনায় কোম্পানিটি।
বছর শেষে কিছু কর্মীকে ৫০ মাসের সমান বেতন বোনাস হিসেবে দিয়েছে শিপিং কোম্পানিটি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ওই ব্যক্তি বলেন, তাইপেইভিত্তিক শিপিং কোম্পানিটি কিছু কর্মীকে গড়ে ৫০ মাসের বেতনের সমান বা চার বছরের বেশি সময়ের বেতনের সমান বছর শেষের বোনাস দিয়েছে। বোনাসের পরিমাণ কর্মচারীর গ্রেড ও কাজের ওপর নির্ভর করে আলাদা হয়েছে। তবে এই বোনাস শুধু তাঁরাই পেয়েছেন, যাঁরা তাইওয়ানে চুক্তিবদ্ধ। ওই ব্যক্তি এর বেশি কিছু বলতে রাজি হননি।
এদিকে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বছরের শেষ বোনাস সব সময় কোম্পানির সারা বছরের পারফরম্যান্স এবং কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এভারগ্রিন মেরিন করপোরেশন এর বেশি কিছু বলতে রাজি হয়নি।
কোভিড মহামারি পরবর্তী বিশ্বব্যাপী পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শিপিং বাণিজ্যের হঠাৎ উল্লম্ফনে লাভবান হয়েছে এভারগ্রিন মেরিন। গত দুই বছরে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য ও জ্বালানি সরবরাহের কাজ করেছে কোম্পানিটি। ২০২২ সালে কোম্পানির রাজস্ব বেড়ে রেকর্ড ২০ দশমিক ৭ বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২০ সালের চেয়ে তিন গুণ বেশি।
২০২১ সালের গোড়ার দিকে নিজেদের ভুলে সুয়েজ খালে দীর্ঘদিন তাদের কার্গো আটকে থাকার সময় বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এভারগ্রিন মেরিন। এই কোম্পানি পরিচালিত একটি কার্গো সুয়েজ খালে আটকে সব ধরনের জাহাজ চলাচলের পথ রুদ্ধ করে দেয়।
তাইপেইভিত্তিক অর্থনীতিবিষয়ক দৈনিক ইকোনমিক ডেইলি নিউজ গত সপ্তাহে এক প্রতিবেদনে বলে, সরবরাহ চেইন চাঙা হওয়ার কারণে কর্মীদের ৫২ মাসের বেতনের সমান পর্যন্ত বোনাস দিয়েছে এভারগ্রিন মেরিন। কিছু কর্মচারী গত ৩০ ডিসেম্বর ৬৫ হাজার ডলারের বেশি বেতন-বোনাস পেয়েছেন।
অবশ্য এভারগ্রিন মেরিনের সব কর্মী ততটা ভাগ্যবান নন। সাংহাই-ভিত্তিক কর্মীরা মাসিক বেতনের মাত্র পাঁচ থেকে আট গুণ বোনাস পেয়েছেন। তাঁদের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। স্থানীয় কর্মীদের উদ্ধৃতি দিয়ে চীনা নিউজ সাইট কাইসিন গ্লোবাল এমন প্রতিবেদন করেছে।
এদিকে একসঙ্গে এত বোনাস দেওয়ার বিষয়টি ভবিষ্যতে কর্মী অসন্তোষ প্রশমনে কাজে দেবে বলে অনেকে মনে করছেন। কারণ শিপিং কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক করছে যে, দ্রুত দুর্বল হতে থাকা বৈশ্বিক প্রবৃদ্ধি এবং সরবরাহ চাহিদায় পতনের ফলে এ বছর লাভের অঙ্কে টান পড়তে পারে। ২০২১ সালে ২৫০ শতাংশ লাভ করেছিল এভারগ্রিন মেরিন। তবে গত বছর শেয়ারদর ৫৪ শতাংশ কমেছে।
বছর দুয়েক আগে সুয়েজ খালে কার্গো জাহাজ আটকে সারা দুনিয়ায় আলোচনায় এসেছিল তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশন। এবার কর্মীদের অস্বাভাবিক বোনাস দেওয়া নিয়ে আলোচনায় কোম্পানিটি।
বছর শেষে কিছু কর্মীকে ৫০ মাসের সমান বেতন বোনাস হিসেবে দিয়েছে শিপিং কোম্পানিটি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ওই ব্যক্তি বলেন, তাইপেইভিত্তিক শিপিং কোম্পানিটি কিছু কর্মীকে গড়ে ৫০ মাসের বেতনের সমান বা চার বছরের বেশি সময়ের বেতনের সমান বছর শেষের বোনাস দিয়েছে। বোনাসের পরিমাণ কর্মচারীর গ্রেড ও কাজের ওপর নির্ভর করে আলাদা হয়েছে। তবে এই বোনাস শুধু তাঁরাই পেয়েছেন, যাঁরা তাইওয়ানে চুক্তিবদ্ধ। ওই ব্যক্তি এর বেশি কিছু বলতে রাজি হননি।
এদিকে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বছরের শেষ বোনাস সব সময় কোম্পানির সারা বছরের পারফরম্যান্স এবং কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এভারগ্রিন মেরিন করপোরেশন এর বেশি কিছু বলতে রাজি হয়নি।
কোভিড মহামারি পরবর্তী বিশ্বব্যাপী পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শিপিং বাণিজ্যের হঠাৎ উল্লম্ফনে লাভবান হয়েছে এভারগ্রিন মেরিন। গত দুই বছরে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য ও জ্বালানি সরবরাহের কাজ করেছে কোম্পানিটি। ২০২২ সালে কোম্পানির রাজস্ব বেড়ে রেকর্ড ২০ দশমিক ৭ বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২০ সালের চেয়ে তিন গুণ বেশি।
২০২১ সালের গোড়ার দিকে নিজেদের ভুলে সুয়েজ খালে দীর্ঘদিন তাদের কার্গো আটকে থাকার সময় বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এভারগ্রিন মেরিন। এই কোম্পানি পরিচালিত একটি কার্গো সুয়েজ খালে আটকে সব ধরনের জাহাজ চলাচলের পথ রুদ্ধ করে দেয়।
তাইপেইভিত্তিক অর্থনীতিবিষয়ক দৈনিক ইকোনমিক ডেইলি নিউজ গত সপ্তাহে এক প্রতিবেদনে বলে, সরবরাহ চেইন চাঙা হওয়ার কারণে কর্মীদের ৫২ মাসের বেতনের সমান পর্যন্ত বোনাস দিয়েছে এভারগ্রিন মেরিন। কিছু কর্মচারী গত ৩০ ডিসেম্বর ৬৫ হাজার ডলারের বেশি বেতন-বোনাস পেয়েছেন।
অবশ্য এভারগ্রিন মেরিনের সব কর্মী ততটা ভাগ্যবান নন। সাংহাই-ভিত্তিক কর্মীরা মাসিক বেতনের মাত্র পাঁচ থেকে আট গুণ বোনাস পেয়েছেন। তাঁদের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। স্থানীয় কর্মীদের উদ্ধৃতি দিয়ে চীনা নিউজ সাইট কাইসিন গ্লোবাল এমন প্রতিবেদন করেছে।
এদিকে একসঙ্গে এত বোনাস দেওয়ার বিষয়টি ভবিষ্যতে কর্মী অসন্তোষ প্রশমনে কাজে দেবে বলে অনেকে মনে করছেন। কারণ শিপিং কোম্পানিগুলো এরই মধ্যে সতর্ক করছে যে, দ্রুত দুর্বল হতে থাকা বৈশ্বিক প্রবৃদ্ধি এবং সরবরাহ চাহিদায় পতনের ফলে এ বছর লাভের অঙ্কে টান পড়তে পারে। ২০২১ সালে ২৫০ শতাংশ লাভ করেছিল এভারগ্রিন মেরিন। তবে গত বছর শেয়ারদর ৫৪ শতাংশ কমেছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি ব্রিটিশ পাউন্ড স্টারলিং ও ইউরোর দামও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক থেকে রক্ষা পেতে ইন্দোনেশিয়ায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা সম্প্রসারণে ঝুঁকছে চীনা কোম্পানিগুলো। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ জনবহুল দেশটিতে বিনিয়োগের নতুন ঢল নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেকেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে বাড়তি দামে ডলার বিক্রি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ডলার কারসাজির মাধ্যমে ব্যাংকটির ঢাকা প্রধান কার্যালয়, উত্তরাসহ কয়েকটি শাখায় গ্রাহকের কাছ থেকে প্রায় ৮৫ কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
১০ ঘণ্টা আগেসরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
১১ ঘণ্টা আগে