নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে। গত মাসে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। জুলাই মাসের তুলনায় যা প্রায় ৩৭ কোটি ডলার কম। জুলাই মাসেও আগের মাসের তুলনায় প্রবাসী আয় কম এসেছে দেশে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) এর পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০০ কোটি টাকা। এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। আর জুন মাসে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। জুন মাসে থেকে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে ৫৯ কোটি ৯৬ লাখ ডলার।
এ ছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ডলার। আর ২০২০-২০২১ অর্থবছরে আসে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ২০২০ সালের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল। এ সময় করোনার কারণে বিভিন্ন দেশের যোগাযোগ প্রায় বন্ধ ছিল। প্রবাসীদের একটা বড় অংশ ঘোষণা দিয়ে দেশে ডলার পাঠিয়েছিলেন তখন। এ সময় বৈধ চ্যানেলে ডলার আসার রেকর্ড সৃষ্টি হয়েছিল। আর লকডাউনের সময় দোকানপাট বন্ধ থাকায় হুন্ডি ব্যবসা থমকে গিয়েছিল। যার প্রভাবে ২০২১ সালের আগস্ট মাসে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কিন্তু করোনার পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে লকডাউন শিথিল করায় প্রবাসীরা বিদেশ যাত্রা বেড়ে যায়। হুন্ডিও মাথাচাড়া দেয়। যার প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স সংগ্রহও কমে যায়। হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংক অভিযান পরিচালনা করলেও তেমন ইতিবাচক ফল দিচ্ছে না।
দেশে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে। গত মাসে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। জুলাই মাসের তুলনায় যা প্রায় ৩৭ কোটি ডলার কম। জুলাই মাসেও আগের মাসের তুলনায় প্রবাসী আয় কম এসেছে দেশে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) এর পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০০ কোটি টাকা। এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। আর জুন মাসে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। জুন মাসে থেকে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে ৫৯ কোটি ৯৬ লাখ ডলার।
এ ছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ডলার। আর ২০২০-২০২১ অর্থবছরে আসে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ২০২০ সালের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড প্রবাসী আয় এসেছিল। এ সময় করোনার কারণে বিভিন্ন দেশের যোগাযোগ প্রায় বন্ধ ছিল। প্রবাসীদের একটা বড় অংশ ঘোষণা দিয়ে দেশে ডলার পাঠিয়েছিলেন তখন। এ সময় বৈধ চ্যানেলে ডলার আসার রেকর্ড সৃষ্টি হয়েছিল। আর লকডাউনের সময় দোকানপাট বন্ধ থাকায় হুন্ডি ব্যবসা থমকে গিয়েছিল। যার প্রভাবে ২০২১ সালের আগস্ট মাসে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। কিন্তু করোনার পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে লকডাউন শিথিল করায় প্রবাসীরা বিদেশ যাত্রা বেড়ে যায়। হুন্ডিও মাথাচাড়া দেয়। যার প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স সংগ্রহও কমে যায়। হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংক অভিযান পরিচালনা করলেও তেমন ইতিবাচক ফল দিচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
১১ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
১১ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১২ ঘণ্টা আগে