নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থী-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটে। থানা ও ফাঁড়ি ছেড়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চুরি, ডাকাতি ও লুটপাটের ঘটনা কিছুটা বাড়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে টাকা সরবরাহ কমে যায়। ঝুঁকি বিবেচনায় অনেক ব্যাংক এলাকাভেদে টাকার সরবরাহ বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন গ্রাহকেরা।
ব্যাংকের এটিএম বুথগুলোতে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা। তবে আজ শনিবার পর্যন্ত ৫৩৮টি থানায় পুলিশ ফিরেছে। আইনশৃঙ্খলার এই দিক বিবেচনা করে রোববার এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার রাজধানীর অধিকাংশ এটিএম বুথই বন্ধ থাকতে দেখা গেছে। যেসব বুথ খোলা ছিল সেগুলোর বেশির ভাগে টাকা ছিল না। বাধ্য হয়ে একাধিক বুথে গ্রাহকদের দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকা সরবরাহকারী নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ৩০ শতাংশের নিচে নেমেছে। এতে এটিএম এবং এজেন্টগুলোতে নগদ টাকার হাহাকার তৈরি হয়েছে।
এমনকি টাকা না থাকায় রাজধানীর মতিঝিল, দিলকুশা, মালিবাগ, রাজারবাগ, পল্টন এলাকায় অনেক এটিএম বুথেই অর্ধেক শাটার নামিয়ে নিরাপত্তাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তবে লোকাল ব্র্যাঞ্চের বুথগুলো সচল ছিল।
রাজধানীর মুগদার বাসিন্দা আয়শা সিদ্দিকা বলেন, ‘মতিঝিলের পাঁচটি এটিএম বুথ ঘুরে টাকা তুলতে পারিনি। শেষ পর্যন্ত দিলকুশার একটি বুথে এসে টাকা তুলতে পেরেছি।’ একই রকম অভিযোগ ব্যাংক কর্মকর্তা হুরুর অর রশিদের। তিনি বৌদ্ধমন্দির এলাকার কোনো বুথে এটিএম কার্ড টাকা তুলতে পারেননি।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের আইনশৃখলা এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা বহন করতে পারছে না গাড়িগুলো। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রোববার থেকে টাকার সরবরাহ স্বাভাবিক হবে। ব্যাংকের শাখা এবং এটিএম পর্যন্ত পর্যাপ্ত টাকা পৌঁছে যাবে।’
টাকা সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সিকিউরিক্স লিমিটেডের মতিঝিল এরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছি আমরা। এ জন্য এটিএম বুথগুলোতে টাকা সরবরাহ করতে পারছি না।’
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগতেছে। পুলিশ থানায় ফিরছে। ছাত্ররা পাহারা দিচ্ছে। দৃঢ় প্রত্যাশা যে রোববার থেকে এটিএম বুথে টাকা সরবরাহ বৃদ্ধি করবে ব্যাংকগুলো।
এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তার কারণে এটিএম বুথগুলায় আমরা ঠিকমতো টাকা পাঠাতে পারছি না। রোববার থেকে আশা করছি সবকিছুই স্বাভাবিক হবে।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানান, এখনো দেশে স্বাভাবিক অবস্থা আসেনি। বিভিন্ন দিকে বিভিন্ন দুর্ঘটনার কথা শোনা যাচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যাংক কোনো শাখা বা কোনো এটিএম বুথের নিরাপত্তার ঝুঁকি মনে করে, তাহলে সেটা বন্ধ রাখতে পারবে।
শিক্ষার্থী-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটে। থানা ও ফাঁড়ি ছেড়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চুরি, ডাকাতি ও লুটপাটের ঘটনা কিছুটা বাড়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে টাকা সরবরাহ কমে যায়। ঝুঁকি বিবেচনায় অনেক ব্যাংক এলাকাভেদে টাকার সরবরাহ বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন গ্রাহকেরা।
ব্যাংকের এটিএম বুথগুলোতে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা। তবে আজ শনিবার পর্যন্ত ৫৩৮টি থানায় পুলিশ ফিরেছে। আইনশৃঙ্খলার এই দিক বিবেচনা করে রোববার এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার রাজধানীর অধিকাংশ এটিএম বুথই বন্ধ থাকতে দেখা গেছে। যেসব বুথ খোলা ছিল সেগুলোর বেশির ভাগে টাকা ছিল না। বাধ্য হয়ে একাধিক বুথে গ্রাহকদের দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকা সরবরাহকারী নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ৩০ শতাংশের নিচে নেমেছে। এতে এটিএম এবং এজেন্টগুলোতে নগদ টাকার হাহাকার তৈরি হয়েছে।
এমনকি টাকা না থাকায় রাজধানীর মতিঝিল, দিলকুশা, মালিবাগ, রাজারবাগ, পল্টন এলাকায় অনেক এটিএম বুথেই অর্ধেক শাটার নামিয়ে নিরাপত্তাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। তবে লোকাল ব্র্যাঞ্চের বুথগুলো সচল ছিল।
রাজধানীর মুগদার বাসিন্দা আয়শা সিদ্দিকা বলেন, ‘মতিঝিলের পাঁচটি এটিএম বুথ ঘুরে টাকা তুলতে পারিনি। শেষ পর্যন্ত দিলকুশার একটি বুথে এসে টাকা তুলতে পেরেছি।’ একই রকম অভিযোগ ব্যাংক কর্মকর্তা হুরুর অর রশিদের। তিনি বৌদ্ধমন্দির এলাকার কোনো বুথে এটিএম কার্ড টাকা তুলতে পারেননি।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের আইনশৃখলা এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা বহন করতে পারছে না গাড়িগুলো। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রোববার থেকে টাকার সরবরাহ স্বাভাবিক হবে। ব্যাংকের শাখা এবং এটিএম পর্যন্ত পর্যাপ্ত টাকা পৌঁছে যাবে।’
টাকা সরবরাহকারী একটি প্রতিষ্ঠান সিকিউরিক্স লিমিটেডের মতিঝিল এরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছি আমরা। এ জন্য এটিএম বুথগুলোতে টাকা সরবরাহ করতে পারছি না।’
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগতেছে। পুলিশ থানায় ফিরছে। ছাত্ররা পাহারা দিচ্ছে। দৃঢ় প্রত্যাশা যে রোববার থেকে এটিএম বুথে টাকা সরবরাহ বৃদ্ধি করবে ব্যাংকগুলো।
এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিরাপত্তার কারণে এটিএম বুথগুলায় আমরা ঠিকমতো টাকা পাঠাতে পারছি না। রোববার থেকে আশা করছি সবকিছুই স্বাভাবিক হবে।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানান, এখনো দেশে স্বাভাবিক অবস্থা আসেনি। বিভিন্ন দিকে বিভিন্ন দুর্ঘটনার কথা শোনা যাচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যাংক কোনো শাখা বা কোনো এটিএম বুথের নিরাপত্তার ঝুঁকি মনে করে, তাহলে সেটা বন্ধ রাখতে পারবে।
বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
১ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এই লক্ষ্যমাত্রা পূরণের পর ২০২৫
১ ঘণ্টা আগেরপ্তানি খাতকে প্রতিযোগী সক্ষম করতে আইএমএফের পরামর্শ মেনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার দাবি করেছেন ব্যবসায়ীরা। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সবচেয়ে প্রভাব পড়বে উৎপাদন ও সেবা খাতে।
২ ঘণ্টা আগেবিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য তৈরি হয় চাল থেকে। কিন্তু এই মৌলিক খাদ্যশস্য এখন সংকটে। বিশ্বের ৯০ শতাংশ চাল উৎপন্ন হয় এশিয়ায়। কিন্তু অঞ্চলটি খরাপ্রবণ। এর পাশাপাশি প্রচণ্ড তাপপ্রবাহ ও অনিয়মিত আবহাওয়ার কারণে দিন দিন কমছে ফলন। উৎপাদন কমে যাওয়ায় বিশ্বজুড়ে চালের দাম এখন
৩ ঘণ্টা আগে