আজকের পত্রিকা ডেস্ক
বিমা কোম্পানির মালিক ও মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। ২০২৫-২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে এবার ২০ পরিচালক পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিআইএর তথ্যমতে, আগামী দুই বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে দেশের বেসরকারি বিমা কোম্পানিগুলোর মালিক ও মুখ্য নির্বাহীদের মধ্যে ৩৫ জন পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৩৫ জনের মধ্যে জীবনবিমা কোম্পানির ১০ পরিচালক পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অপর দিকে নন-লাইফ বিমা খাতের ৪৫টি কোম্পানি থেকে ১০ পদের জন্য ২১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরমগুলো আজ বুধবার যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপর আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭৬ জন ভোট দেবেন। কারণ, ৮০ জনের মধ্যে চার বিমা কোম্পানির পক্ষ থেকে কেউ ভোটার হননি।
নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। ওই দিন বেলা ৩টা পর্যন্ত প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এসব পদে ভোট গ্রহণ করা হবে এবং বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হবে।
বিমামালিকদের সংগঠন বিআইএর নির্বাহী কমিটির ২০২৩-২৪-এর মেয়াদ চলতি বছরের ৮ এপ্রিল শেষ হবে। সে লক্ষ্যে গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত সংগঠনের নির্বাচনী বোর্ডের প্রথম সভায় এই তফসিল ঘোষণা করা হয়।
পরিচালক পদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইনস্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইনস্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন, প্রভাতী ইনস্যুরেন্সের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, প্রোগ্রেসিভ লাইফের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, ডেলটা লাইফের পরিচালক আদিবা রহমান, ফেডারেল ইনস্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ এবং এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার।
মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী (সিইও) এস এম নুরুজ্জামান, এশিয়া ইনস্যুরেন্সের সিইও ইমাম শাহীন, প্রগতি লাইফের সিইও জালালুল আজিম, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজীম উদ্দিন, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, রূপালী লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্সের সিইও নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইনস্যুরেন্সের সিইও এ এন এম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইনস্যুরেন্সের সিইও ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, পপুলার লাইফ ইনস্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, ইসলামি কমার্শিয়াল ইনস্যুরেন্সের সিইও কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইনস্যুরেন্সের সিইও হাসান তারেক, সাউথ এশিয়া ইনস্যুরেন্সের সিইও মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের সিইও আব্দুল মতিন সরকার।
বিমা কোম্পানির মালিক ও মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। ২০২৫-২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে এবার ২০ পরিচালক পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিআইএর তথ্যমতে, আগামী দুই বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে দেশের বেসরকারি বিমা কোম্পানিগুলোর মালিক ও মুখ্য নির্বাহীদের মধ্যে ৩৫ জন পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৩৫ জনের মধ্যে জীবনবিমা কোম্পানির ১০ পরিচালক পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অপর দিকে নন-লাইফ বিমা খাতের ৪৫টি কোম্পানি থেকে ১০ পদের জন্য ২১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরমগুলো আজ বুধবার যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপর আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭৬ জন ভোট দেবেন। কারণ, ৮০ জনের মধ্যে চার বিমা কোম্পানির পক্ষ থেকে কেউ ভোটার হননি।
নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। ওই দিন বেলা ৩টা পর্যন্ত প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এসব পদে ভোট গ্রহণ করা হবে এবং বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হবে।
বিমামালিকদের সংগঠন বিআইএর নির্বাহী কমিটির ২০২৩-২৪-এর মেয়াদ চলতি বছরের ৮ এপ্রিল শেষ হবে। সে লক্ষ্যে গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত সংগঠনের নির্বাচনী বোর্ডের প্রথম সভায় এই তফসিল ঘোষণা করা হয়।
পরিচালক পদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইনস্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইনস্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন, প্রভাতী ইনস্যুরেন্সের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, প্রোগ্রেসিভ লাইফের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, ডেলটা লাইফের পরিচালক আদিবা রহমান, ফেডারেল ইনস্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ এবং এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার।
মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী (সিইও) এস এম নুরুজ্জামান, এশিয়া ইনস্যুরেন্সের সিইও ইমাম শাহীন, প্রগতি লাইফের সিইও জালালুল আজিম, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজীম উদ্দিন, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্সের সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, রূপালী লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্সের সিইও নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইনস্যুরেন্সের সিইও এ এন এম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইনস্যুরেন্সের সিইও ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, পপুলার লাইফ ইনস্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, ইসলামি কমার্শিয়াল ইনস্যুরেন্সের সিইও কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইনস্যুরেন্সের সিইও হাসান তারেক, সাউথ এশিয়া ইনস্যুরেন্সের সিইও মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের সিইও আব্দুল মতিন সরকার।
প্রান্তিক আয়ের মানুষের সহজ শর্তের ব্যাংক হিসাব (এনএফএ) এখন আর শুধু কাগজে-কলমের উদ্যোগ নয়, বরং হয়ে উঠছে সঞ্চয়ের নিরাপদ ভরসাস্থল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যই বলছে, এই বিশেষ হিসাবগুলোয় আমানত বাড়ছে দ্রুতগতিতে।
১ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। মাত্র এক বছরের ব্যবধানে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৪৫০ টন। শুধু পরিমাণই নয়, বৈদেশিক মুদ্রা আয়েও এসেছে ইতিবাচক সাফল্য। ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১৩ হাজার ৭৪২ টন দেশীয় মাছ। এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায়
৩ ঘণ্টা আগেমিরপুরের বিএডিসি উচ্চবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপিত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে এ ফ্ল্যাগশিপ কর্মসূচি উদ্যাপিত হয়।
৩ ঘণ্টা আগেগত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২ দশমিক শূণ্য ২ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এরপর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে নেমেছিল। আর বিপিএম৬ অনুযায়ী নেমে আসে ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
৫ ঘণ্টা আগে