অনলাইন ডেস্ক
দেশের জীবনবিমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য পর্ষদ সভায় সশরীর উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনিয়ম রোধে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
আইডিআরএ পরিচালক (অ্যাকচুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জীবনবিমা কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং এর অধীনস্থ কোনো কমিটির সভা ভার্চুয়ালি আয়োজন করা যাবে না। পরিচালকদের অবশ্যই প্রতিটি সভায় সরাসরি উপস্থিত থাকতে হবে। ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি দেশের জীবনবিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় পর্ষদ সভার নিয়ম যথাযথভাবে অনুসরণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালকদের অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ভার্চুয়ালি পর্ষদ সভায় অংশ নিচ্ছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে তাঁরা একাধিক অনিয়মের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছেন। শুধু হোমল্যান্ড নয়, রূপালী লাইফ ইনস্যুরেন্সসহ আরও কয়েকটি জীবনবিমা কোম্পানির পরিচালকেরা বছরের পর বছর বিদেশে অবস্থান করে ভার্চুয়ালি কোম্পানি পরিচালনা করেছেন। এতে অনিয়ম বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অনিয়ম ঠেকাতে সরকার পরিচালকদের সশরীর উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন থেকে প্রতিটি পর্ষদ সভায় পরিচালকদের সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক, যা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের জীবনবিমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য পর্ষদ সভায় সশরীর উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনিয়ম রোধে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
আইডিআরএ পরিচালক (অ্যাকচুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জীবনবিমা কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং এর অধীনস্থ কোনো কমিটির সভা ভার্চুয়ালি আয়োজন করা যাবে না। পরিচালকদের অবশ্যই প্রতিটি সভায় সরাসরি উপস্থিত থাকতে হবে। ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি দেশের জীবনবিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় পর্ষদ সভার নিয়ম যথাযথভাবে অনুসরণ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের পরিচালকদের অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ভার্চুয়ালি পর্ষদ সভায় অংশ নিচ্ছিলেন। এ সুযোগ কাজে লাগিয়ে তাঁরা একাধিক অনিয়মের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছেন। শুধু হোমল্যান্ড নয়, রূপালী লাইফ ইনস্যুরেন্সসহ আরও কয়েকটি জীবনবিমা কোম্পানির পরিচালকেরা বছরের পর বছর বিদেশে অবস্থান করে ভার্চুয়ালি কোম্পানি পরিচালনা করেছেন। এতে অনিয়ম বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অনিয়ম ঠেকাতে সরকার পরিচালকদের সশরীর উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন থেকে প্রতিটি পর্ষদ সভায় পরিচালকদের সরাসরি উপস্থিতি বাধ্যতামূলক, যা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৬ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৮ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৯ ঘণ্টা আগে