নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও কমল জমি বা ফ্ল্যাটসহ ব্যক্তিগত স্থাবর সম্পত্তি হস্তান্তরের নিবন্ধনে উৎসে কর। এরই মধ্যে কর কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন–২০২৩–এর ৩৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জমি রেজিস্ট্রেশন বা নিবন্ধনে মৌজা অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকার জমি নিবন্ধন কর পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সব মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণিভুক্ত জমি নিবন্ধনে উৎসে কর মোট দলিল মূল্যের ৮ শতাংশ অথবা কাঠাপ্রতি মূল্য ৬–১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ওপর এই হার হিসাব করা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ওপর উৎসে কর হিসাব করা হবে।
ঢাকার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও, শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউমার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সব মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎসে কর দলিল মূল্যের ৮ শতাংশ অথবা কাঠাপ্রতি ৪,১০ ও ১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি ধরে কর হিসাব করা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৩ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাজেটে নতুন আয়কর আইনে বেশি কর আরোপ করায় জমি নিবন্ধন ব্যাপক হারে কমে যায়। পরে উৎসে কর কমানোর ঘোষণা দেওয়া হলেও তাতে আশানুরূপ আগ্রহ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় উৎসে কর কমানো হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও কমল জমি বা ফ্ল্যাটসহ ব্যক্তিগত স্থাবর সম্পত্তি হস্তান্তরের নিবন্ধনে উৎসে কর। এরই মধ্যে কর কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন–২০২৩–এর ৩৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জমি রেজিস্ট্রেশন বা নিবন্ধনে মৌজা অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকার জমি নিবন্ধন কর পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সব মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণিভুক্ত জমি নিবন্ধনে উৎসে কর মোট দলিল মূল্যের ৮ শতাংশ অথবা কাঠাপ্রতি মূল্য ৬–১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ওপর এই হার হিসাব করা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ওপর উৎসে কর হিসাব করা হবে।
ঢাকার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও, শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউমার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সব মৌজার ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎসে কর দলিল মূল্যের ৮ শতাংশ অথবা কাঠাপ্রতি ৪,১০ ও ১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি ধরে কর হিসাব করা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎসে কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৩ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাজেটে নতুন আয়কর আইনে বেশি কর আরোপ করায় জমি নিবন্ধন ব্যাপক হারে কমে যায়। পরে উৎসে কর কমানোর ঘোষণা দেওয়া হলেও তাতে আশানুরূপ আগ্রহ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় উৎসে কর কমানো হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
১ ঘণ্টা আগেদেশের বিমা খাত ডিজিটালাইজেশনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে রয়েছে। তবে গত বছর পিছিয়ে থাকা নেপাল এখন বাংলাদেশের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল বুধবার ‘বিমা খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও
১ ঘণ্টা আগেবাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক মাসে ১০টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল বুধবার একসঙ্গে পাঁচটি কারখানা নতুন সনদ অর্জন করেছে।
১ ঘণ্টা আগেবাজারে আবারও হঠাৎ লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। কোনো উৎসব বা উপলক্ষ না থাকা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২৫-৩০ টাকা বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিপাত ও মৌসুমের শেষ দিকে...
২ ঘণ্টা আগে