নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কোম্পানির অবসায়ন প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে তাঁদের করা আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে থাকা আইনজীবী তাপস কান্তি বল জানান, কোম্পানি আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের আইনজীবীরা রাসেল ও শামীমার সাক্ষর সংগ্রহ করবেন। আদালত বলেছেন, রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার নামে হস্তান্তর হওয়া শেয়ার আর কারও নামে হস্তান্তর করতে পারবেন না। আর তাঁরা সব সময় আদালতের নির্দেশে গঠিত বোর্ড এবং অডিটরকে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ইভ্যালির ভবন মালিককে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাসেলের শ্বশুর রফিকুল আলম তালুকদার, শাশুড়ি ফরিদা তালুকদার এবং ভায়রা শেয়ার কিনে যুক্ত হতে আবেদন করেন। তখন আদালত তাঁদের হলফনামা আকারে আবেদন জমা দিতে নির্দেশ দেন। তার আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির কার্যক্রম পরিচালনা করা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ হস্তান্তরের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কোম্পানির অবসায়ন প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে তাঁদের করা আবেদনও মঞ্জুর করেছেন আদালত।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে থাকা আইনজীবী তাপস কান্তি বল জানান, কোম্পানি আইন অনুযায়ী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের আইনজীবীরা রাসেল ও শামীমার সাক্ষর সংগ্রহ করবেন। আদালত বলেছেন, রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তাঁর ভায়রার নামে হস্তান্তর হওয়া শেয়ার আর কারও নামে হস্তান্তর করতে পারবেন না। আর তাঁরা সব সময় আদালতের নির্দেশে গঠিত বোর্ড এবং অডিটরকে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ইভ্যালির ভবন মালিককে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাসেলের শ্বশুর রফিকুল আলম তালুকদার, শাশুড়ি ফরিদা তালুকদার এবং ভায়রা শেয়ার কিনে যুক্ত হতে আবেদন করেন। তখন আদালত তাঁদের হলফনামা আকারে আবেদন জমা দিতে নির্দেশ দেন। তার আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির কার্যক্রম পরিচালনা করা ভবন মালিকের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেন।
২০২৫-২৬ অর্থবছরে দেশের কৃষি ও পল্লিঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এবার ৩৯ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হবে, যা গত অর্থবছরে ছিল ৩৮ হাজার কোটি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৮৮০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২৫ হাজার ১২০ কোটি।
২ ঘণ্টা আগেএক বছর আগে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের যখন পতন হয়, তখন দেশের অর্থনীতি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির সেই অবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলে মনে করেন তিনি...
৩ ঘণ্টা আগেসদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের অর্থনীতি পুনরুদ্ধারের কিছু প্রাথমিক চিহ্ন দেখা গেলেও কাঠামোগত সমস্যা এখনো অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য...
৬ ঘণ্টা আগেবৈশ্বিক বাজারের অনিশ্চয়তা, কাঁচামালের দাম ওঠানামা ও অভ্যন্তরীণ উৎপাদন সংকটের মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি মিলিয়ে ৬৩.৫ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার; যা আগের বছরের তুলনায় প্রায় ১৬.৫ শতাংশ বেশি। এই লক্ষ্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং বাংলাদেশের রপ্তানি খাতের...
৬ ঘণ্টা আগে