অনলাইন ডেস্ক
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
সেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্কোন্নয়ন হবে।
বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়াশিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির সংখ্যা বেশি। প্রযুক্তিতে তাদের দক্ষতা বাড়াতে কাজ করতে চায় কোরিয়া। এ সময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাঁদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দু-একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া এরই মধ্যে অনেক খাতে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
সেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ-কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্কোন্নয়ন হবে।
বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়াশিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির সংখ্যা বেশি। প্রযুক্তিতে তাদের দক্ষতা বাড়াতে কাজ করতে চায় কোরিয়া। এ সময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাঁদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দু-একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া এরই মধ্যে অনেক খাতে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।
বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেচীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
৮ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
১১ ঘণ্টা আগে