Ajker Patrika

ঢাকা-কায়রো রুটে নভেম্বর থেকে চলবে ইজিপ্ট এয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১০
ঢাকা-কায়রো রুটে নভেম্বর থেকে চলবে ইজিপ্ট এয়ার

ঢাকা থেকে কায়রো রুটে ফ্লাইট চালুর ঘোষণা করেছে ইজিপ্ট এয়ার। আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে মিশরের সরকারি মালিকানাধীন উড়োজাহাজ সংস্থাটি। ইজিপ্ট এয়ার প্রাথমিকভাবে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। 

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালুর ঘোষণা দেয় ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষ। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি বলেন, আমাদের মিশর সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। কায়রোর বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব রয়েছে। এছাড়াও গোটা দেশের সবার করোনা টিকা দেওয়া রয়েছে। হোটেলগুলো ৫০ শতাংশ অতিথি নিয়ে পরিচালিত হচ্ছে। সব মিলে একজন পর্যটক খুব স্বাচ্ছন্দ্যে ইজিপ্টে ঘুরতে পারবেন। 

তিনি বলেন, আমাদের ভ্রাতৃপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে ইজিপ্ট এয়ারের ফ্লাইট শুরু করা একটি বিশেষ মাইলফলক। ঢাকা ও কায়রোর মধ্যে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট শুরুর মাধ্যমে বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচিত হবে, বিশেষ করে যারা মিশর, ইউরোপ এবং উত্তর আমেরিকা ভ্রমণ করতে আগ্রহী। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইজিপ্ট এয়ারের বাংলাদেশ জিএসএ অ্যালো ঢাকা অ্যাভিয়েশনের প্রতিষ্ঠাতা, সিইও ও পরিচালক সৈয়দ আলী সামী এবং প্রতিষ্ঠানটির সিওও ফরহাদ হোসেন। 

সৈয়দ আলী সামী বলেন, ‘প্রথম দিকে বাংলাদেশ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হলেও, ভবিষ্যতে আমরা সপ্তাহে ৭ দিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি।’ 

ইজিপ্ট এয়ারের বর্তমানে ৬৯টি আধুনিক উড়োজাহাজের একটি বহর রয়েছে। উড়োজাহাজ সংস্থাটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার ৮০ টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত