Ajker Patrika

সেনাবাহিনীর কাছে বন্যার্তদের সহায়তায় ত্রাণ তুলে দিল ‘স্বপ্ন’

সেনাবাহিনীর কাছে বন্যার্তদের সহায়তায় ত্রাণ তুলে দিল ‘স্বপ্ন’

সেনাবাহিনীর কাছে বন্যার্তদের সহায়তায় ত্রাণ তুলে দিয়েছে বাংলাদেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। 

শনিবার (২৪ আগস্ট) বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৫ ব্যাটালিয়ন-এর কর্মকর্তাদের হাতে বন্যার্তদের জন্য ত্রাণ তুলে দেয় প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। 

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ সময় আসে তখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে তাঁরা। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। 

উল্লেখ্য, খাবার পানি, মুড়ি, বিস্কুট, মশার কয়েলসহ প্রয়োজনীয় বেশ কিছু খাবার পণ্য স্বপ্নর পক্ষ থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত