Ajker Patrika

বেড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট

২০২৪-২৫ অর্থবছরে বাজেট বরাদ্দ বেড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ হয়েছে ৭৭৯ কোটি টাকা। যা গত বছর ছিল ৬৯৯ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। এই বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ ৭৭৯ কোটি টাকা। যা শতাংশের হিসাবে শূন্য দশমিক ১০।

বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের দশমিক শূন্য ৯ শতাংশ (৬৯৯ কোটি টাকা) বরাদ্দ ছিল সংস্কৃতি খাতে।

বাজেট বরাদ্দের ক্ষেত্রে সংস্কৃতি খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সংস্কৃতিকর্মীদের। বাজেট বরাদ্দের আগে এক সভায় বাজেটের এক শতাংশ সংস্কৃতি মন্ত্রণালয়ে বরাদ্দের আহ্বান জানান তারা।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে একটি সেমিনারও হয়। সেখানে বলা হয়, সাম্প্রদায়িক ভেদ চিন্তা ক্রমান্বয়ে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে চলছে, সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে। একদিকে উন্নয়নের নামে লুটপাট বাণিজ্য, অর্থ পাচার; অন্যদিকে পুঁজিবাদী অর্থনীতির গর্ভজাত ভোগবাদ, যৌনতা, সাম্প্রদায়িক সন্ত্রাস, মৌলবাদী গোষ্ঠীর তাণ্ডব জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এর বিরুদ্ধে সাংস্কৃতিক গণজাগরণ এখন সময়ের প্রয়োজন। 

যাকে কেন্দ্র করেই উৎসারিত হবে নবীন চিত্রকলা, সংগীত, নাটক, কাব্য। কিন্তু তার জন্য সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক-অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করা জরুরি। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সদিচ্ছাও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অর্থনৈতিক পরিবেশ সৃষ্টিতে বিগত কয়েক বছর ধরে দাবি উঠছে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১ ভাগ বরাদ্দ দেওয়ার। কিন্তু তা ০.০৯ থেকে ০.১৬ ভাগের ওপরে ওঠেনি কোনোভাবে। 

তারা আরও জানান, প্রতিবছর জাতীয় বাজেটের আকার বাড়ছে, কিন্তু সংস্কৃতির কাঠামো-পরিকাঠামো বাড়ছে না।

এ বিষয়ে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, সংস্কৃতি খাতে ব্যয় কোন খাতে হবে সেগুলোও ভেবে দেখা দরকার। আর সংস্কৃতির প্রতি সরকারের আলাদা দৃষ্টি দেওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত