অনলাইন ডেস্ক
সংবাদপত্রশিল্পে বিদ্যমান অগ্রিম আয়কর (এআইটি) ও অগ্রিম ভ্যাট (এটি) কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ‘ট্যাক্স জিডিপি ও ট্যাক্স রেট বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বিষয়টি আরও বাড়ানোর জন্য গণমাধ্যম আরও সক্রিয় হবে। আমরা এআইটি ও এটি কমানোর বিষয়ে আশ্বাস প্রদান করছি।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে নোয়াবের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আমরা চেষ্টা করব সকল পক্ষকে সন্তুষ্ট রেখে সিদ্ধান্ত নিতে, তবে রাষ্ট্রের স্বার্থে যা উপকারী হবে, সে সিদ্ধান্তই গ্রহণ করব। আর যদি কোনো পক্ষের ক্ষতি হয়, তা-ও বাস্তবতার আলোকে আমরা মেনে নেব। সব সময় আইনের সঠিক প্রয়োগই গুরুত্বপূর্ণ।’
নোয়াবের সভাপতি এ কে আজাদ সংবাদপত্রশিল্পের জন্য কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে ২ শতাংশে নামানো, ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ এবং সংবাদপত্রশিল্পকে সেবামূলক শিল্প হিসেবে গণ্য করে করপোরেট ট্যাক্স ২৭.৫ শতাংশের পরিবর্তে কমানোর বা পুরোপুরি অবলুপ্তির দাবি জানানো হয়েছে।
এ কে আজাদ বলেন, ‘বর্তমানে ৫ শতাংশ আমদানি শুল্ক থাকলেও বিভিন্ন খরচ যেমন ভ্যাট, অগ্রিম আয়কর, পরিবহন বিমা ইত্যাদির কারণে মোট ল্যান্ডেড ব্যয় ৩০ শতাংশে গিয়ে পৌঁছায়। বর্তমান ডিজিটাল মাধ্যমের বিস্তার এবং অন্যান্য মাধ্যমের দ্রুত অগ্রগতির কারণে সংবাদপত্রশিল্প এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই অবস্থায় শিল্পটির সুরক্ষা এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য শুল্ক ও করনীতিতে সংস্কারের প্রয়োজন।’
নোয়াবের সাবেক সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মন্তব্য করেন, ১৬ বছর ধরে সংবাদপত্রশিল্প কোনো সরকারি সহযোগিতা পায়নি, বরং একপেশে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক পত্রিকার সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। ২৭.৫ শতাংশ করপোরেট কর একটি অত্যধিক হার। যদি এটি না কমানো হয়, তাহলে অন্তত একটি যৌক্তিক পরিসরে নির্ধারণ করা উচিত।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, নিউজপ্রিন্টের দাম ওঠানামা করে, তাই কর আরোপের ক্ষেত্রে সেটি অবশ্যই বিবেচনা করা প্রয়োজন।
সংবাদপত্রশিল্পে বিদ্যমান অগ্রিম আয়কর (এআইটি) ও অগ্রিম ভ্যাট (এটি) কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ‘ট্যাক্স জিডিপি ও ট্যাক্স রেট বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই বিষয়টি আরও বাড়ানোর জন্য গণমাধ্যম আরও সক্রিয় হবে। আমরা এআইটি ও এটি কমানোর বিষয়ে আশ্বাস প্রদান করছি।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে নোয়াবের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আমরা চেষ্টা করব সকল পক্ষকে সন্তুষ্ট রেখে সিদ্ধান্ত নিতে, তবে রাষ্ট্রের স্বার্থে যা উপকারী হবে, সে সিদ্ধান্তই গ্রহণ করব। আর যদি কোনো পক্ষের ক্ষতি হয়, তা-ও বাস্তবতার আলোকে আমরা মেনে নেব। সব সময় আইনের সঠিক প্রয়োগই গুরুত্বপূর্ণ।’
নোয়াবের সভাপতি এ কে আজাদ সংবাদপত্রশিল্পের জন্য কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে ২ শতাংশে নামানো, ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ এবং সংবাদপত্রশিল্পকে সেবামূলক শিল্প হিসেবে গণ্য করে করপোরেট ট্যাক্স ২৭.৫ শতাংশের পরিবর্তে কমানোর বা পুরোপুরি অবলুপ্তির দাবি জানানো হয়েছে।
এ কে আজাদ বলেন, ‘বর্তমানে ৫ শতাংশ আমদানি শুল্ক থাকলেও বিভিন্ন খরচ যেমন ভ্যাট, অগ্রিম আয়কর, পরিবহন বিমা ইত্যাদির কারণে মোট ল্যান্ডেড ব্যয় ৩০ শতাংশে গিয়ে পৌঁছায়। বর্তমান ডিজিটাল মাধ্যমের বিস্তার এবং অন্যান্য মাধ্যমের দ্রুত অগ্রগতির কারণে সংবাদপত্রশিল্প এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই অবস্থায় শিল্পটির সুরক্ষা এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য শুল্ক ও করনীতিতে সংস্কারের প্রয়োজন।’
নোয়াবের সাবেক সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মন্তব্য করেন, ১৬ বছর ধরে সংবাদপত্রশিল্প কোনো সরকারি সহযোগিতা পায়নি, বরং একপেশে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক পত্রিকার সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। ২৭.৫ শতাংশ করপোরেট কর একটি অত্যধিক হার। যদি এটি না কমানো হয়, তাহলে অন্তত একটি যৌক্তিক পরিসরে নির্ধারণ করা উচিত।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, নিউজপ্রিন্টের দাম ওঠানামা করে, তাই কর আরোপের ক্ষেত্রে সেটি অবশ্যই বিবেচনা করা প্রয়োজন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে