নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) বৈঠকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৮তম ইউএস ট্রেড শো এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিস অফিস উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত (জিএসপি নিয়ে) আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই-বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে। আশাবাদী যে আমরা সামনে এগোতে পারব।’
ইউএস ট্রেড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন। তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই। ইউএস ট্রেড শো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে ইউএস ট্রেড শো। এই প্রদর্শনীতে জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে কাজ করা ৪০টির বেশি মার্কিন ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
১৯৯২ সাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দুই বছর এই প্রদর্শনী হয়নি। প্রদর্শনীর পাশাপাশি চারটি তথ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বৃহস্পতিবার বেো ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে একটি সেমিনার হবে, যার আলোচ্য বিষয় ‘বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ’।
আগামীকাল শুক্রবার বেলা ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশন ইউএসএ পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। সেখানে তাঁরা সারা বাংলাদেশে এডুকেশন ইউএসএর মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এই অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন ধরনের মার্কিন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাববিষয়ক প্যানেল আলোচনা।
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) বৈঠকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৮তম ইউএস ট্রেড শো এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিস অফিস উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত (জিএসপি নিয়ে) আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই-বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে। আশাবাদী যে আমরা সামনে এগোতে পারব।’
ইউএস ট্রেড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন। তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই। ইউএস ট্রেড শো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে ইউএস ট্রেড শো। এই প্রদর্শনীতে জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে কাজ করা ৪০টির বেশি মার্কিন ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
১৯৯২ সাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দুই বছর এই প্রদর্শনী হয়নি। প্রদর্শনীর পাশাপাশি চারটি তথ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বৃহস্পতিবার বেো ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে একটি সেমিনার হবে, যার আলোচ্য বিষয় ‘বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ’।
আগামীকাল শুক্রবার বেলা ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশন ইউএসএ পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। সেখানে তাঁরা সারা বাংলাদেশে এডুকেশন ইউএসএর মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এই অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন ধরনের মার্কিন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাববিষয়ক প্যানেল আলোচনা।
বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
৪২ মিনিট আগেদেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এই লক্ষ্যমাত্রা পূরণের পর ২০২৫
১ ঘণ্টা আগেরপ্তানি খাতকে প্রতিযোগী সক্ষম করতে আইএমএফের পরামর্শ মেনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার দাবি করেছেন ব্যবসায়ীরা। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সবচেয়ে প্রভাব পড়বে উৎপাদন ও সেবা খাতে।
২ ঘণ্টা আগেবিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য তৈরি হয় চাল থেকে। কিন্তু এই মৌলিক খাদ্যশস্য এখন সংকটে। বিশ্বের ৯০ শতাংশ চাল উৎপন্ন হয় এশিয়ায়। কিন্তু অঞ্চলটি খরাপ্রবণ। এর পাশাপাশি প্রচণ্ড তাপপ্রবাহ ও অনিয়মিত আবহাওয়ার কারণে দিন দিন কমছে ফলন। উৎপাদন কমে যাওয়ায় বিশ্বজুড়ে চালের দাম এখন
৩ ঘণ্টা আগে