নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) বৈঠকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৮তম ইউএস ট্রেড শো এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিস অফিস উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত (জিএসপি নিয়ে) আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই-বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে। আশাবাদী যে আমরা সামনে এগোতে পারব।’
ইউএস ট্রেড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন। তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই। ইউএস ট্রেড শো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে ইউএস ট্রেড শো। এই প্রদর্শনীতে জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে কাজ করা ৪০টির বেশি মার্কিন ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
১৯৯২ সাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দুই বছর এই প্রদর্শনী হয়নি। প্রদর্শনীর পাশাপাশি চারটি তথ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বৃহস্পতিবার বেো ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে একটি সেমিনার হবে, যার আলোচ্য বিষয় ‘বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ’।
আগামীকাল শুক্রবার বেলা ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশন ইউএসএ পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। সেখানে তাঁরা সারা বাংলাদেশে এডুকেশন ইউএসএর মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এই অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন ধরনের মার্কিন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাববিষয়ক প্যানেল আলোচনা।
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিকফা) বৈঠকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৮তম ইউএস ট্রেড শো এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিস অফিস উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত (জিএসপি নিয়ে) আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই-বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে। আশাবাদী যে আমরা সামনে এগোতে পারব।’
ইউএস ট্রেড শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন। তিনি বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমরা এই সম্পর্ক আরও জোরদার করতে চাই। ইউএস ট্রেড শো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চলবে ইউএস ট্রেড শো। এই প্রদর্শনীতে জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে কাজ করা ৪০টির বেশি মার্কিন ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
১৯৯২ সাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনার কারণে দুই বছর এই প্রদর্শনী হয়নি। প্রদর্শনীর পাশাপাশি চারটি তথ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বৃহস্পতিবার বেো ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে একটি সেমিনার হবে, যার আলোচ্য বিষয় ‘বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ’।
আগামীকাল শুক্রবার বেলা ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশন ইউএসএ পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। সেখানে তাঁরা সারা বাংলাদেশে এডুকেশন ইউএসএর মাধ্যমে দেওয়া বিনা মূল্যে পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এই অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন ধরনের মার্কিন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাববিষয়ক প্যানেল আলোচনা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে