যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, চলতি বছর শুধু মার্চেই ২ হাজার ১৫০ কোটি পাউন্ড ঋণ নিয়েছে যুক্তরাজ্য, যা গত বছরের চেয়ে ৫২০ কোটি পাউন্ড বেশি। ১৯৯৩ সাল থেকে মাসিক রেকর্ড গণনা শুরুর পর মার্চে সর্বাধিক ঋণ নেওয়ার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। তবে ধারণার চেয়ে গত বছর কম ঋণ নিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জ্বালানিতে প্রচুর পরিমাণে ব্যয় ও ঋণের উচ্চ সুদ সত্ত্বেও গত বছর ধারণার চেয়ে কম ঋণ নিয়েছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যের ঋণের পরিমাণ ছিল মোট অর্থনীতির ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। তবে করোনার বছর ছাড়া, কেননা করোনার বছরে আরও বেশি পরিমাণে ঋণ নিতে হয়েছিল। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত খরচ ও ট্যাক্স থেকে আয়ের মধ্যে ব্যবধান ছিল ১৩ হাজার ৯২০ কোটি ডলার। সরকারের পূর্বাভাসে বলা হয়েছিল, গত বছর ঋণের পরিমাণ হতে পারে ১৫ হাজার ২০০ কোটি পাউন্ড। সেই হিসাবে দেশটি ১ হাজার ২৮০ কোটি পাউন্ড কম ঋণ নিয়েছে।
চ্যান্সেলর জেরেমি হান্ট বলেছেন, এখন সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে সেই অঙ্কটিও বিশাল। তিনি বলেন, ‘আমরা বেকারত্বকে কমাতে পেরেছি এবং প্রতি পরিবারকে ৩ হাজার পাউন্ড করে দিতে পেরেছি। ঋণ কমানোর জন্য সরকারের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রুথ গ্রেগরি বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে ট্যাক্স কমাতে বা ব্যয় বাড়াতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আগামী সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির এমপিদের থেকে ট্যাক্স কমানোর বিষয়ে চাপের মুখে রয়েছেন জেরেমি হান্ট। ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, চলতি বছর শুধু মার্চেই ২ হাজার ১৫০ কোটি পাউন্ড ঋণ নিয়েছে যুক্তরাজ্য, যা গত বছরের চেয়ে ৫২০ কোটি পাউন্ড বেশি। ১৯৯৩ সাল থেকে মাসিক রেকর্ড গণনা শুরুর পর মার্চে সর্বাধিক ঋণ নেওয়ার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। তবে ধারণার চেয়ে গত বছর কম ঋণ নিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জ্বালানিতে প্রচুর পরিমাণে ব্যয় ও ঋণের উচ্চ সুদ সত্ত্বেও গত বছর ধারণার চেয়ে কম ঋণ নিয়েছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যের ঋণের পরিমাণ ছিল মোট অর্থনীতির ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। তবে করোনার বছর ছাড়া, কেননা করোনার বছরে আরও বেশি পরিমাণে ঋণ নিতে হয়েছিল। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত খরচ ও ট্যাক্স থেকে আয়ের মধ্যে ব্যবধান ছিল ১৩ হাজার ৯২০ কোটি ডলার। সরকারের পূর্বাভাসে বলা হয়েছিল, গত বছর ঋণের পরিমাণ হতে পারে ১৫ হাজার ২০০ কোটি পাউন্ড। সেই হিসাবে দেশটি ১ হাজার ২৮০ কোটি পাউন্ড কম ঋণ নিয়েছে।
চ্যান্সেলর জেরেমি হান্ট বলেছেন, এখন সরকার যে পরিমাণ ঋণ নিচ্ছে সেই অঙ্কটিও বিশাল। তিনি বলেন, ‘আমরা বেকারত্বকে কমাতে পেরেছি এবং প্রতি পরিবারকে ৩ হাজার পাউন্ড করে দিতে পেরেছি। ঋণ কমানোর জন্য সরকারের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রুথ গ্রেগরি বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে ট্যাক্স কমাতে বা ব্যয় বাড়াতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আগামী সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির এমপিদের থেকে ট্যাক্স কমানোর বিষয়ে চাপের মুখে রয়েছেন জেরেমি হান্ট। ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত দশকে পাহাড়ি এলাকায় কাজুবাদামের চাষ দ্রুত বেড়েছে। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকা এখন দেশের প্রধান উৎপাদন কেন্দ্র। আধুনিক যন্ত্র ব্যবহার, স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যাভ্যাসে কাজুবাদামের চাহিদা বৃদ্ধি এবং দেশীয় প্রক্রিয়াজাত কোম্পানির বিনিয়োগের কারণে দেশীয় উৎপাদন...
২ ঘণ্টা আগেকমবেশি ৪৫০ টন জুয়েলারি (গয়না) পণ্য আমদানি করা হয়েছে। পণ্যটি আমদানি করলে নিয়ম অনুযায়ী প্রতি টনের জন্য সরকারকে কর দিতে হয় ৩ লাখ টাকা। রাজস্বের অঙ্ক দাঁড়ায় বেশ কয়েক কোটি। কর ফাঁকি দিতে অসাধু আমদানিকারক তাই জুয়েলারি আমদানি করলেও ঘোষণা দিয়েছেন কৃত্রিম মানব অঙ্গপ্রত্যঙ্গের।
২ ঘণ্টা আগেনাসা গ্রুপের মালিকানাধীন রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে শিল্পগ্রুপটিকে সহায়তা করতে যাচ্ছে সরকার। নাসার খেলাপি হয়ে পড়া ঋণ সহজে পুনঃ তফসিল করে গ্রুপটিকে এলসি খোলার সুযোগ দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেপ্রথম দফায় চারজনের পর এনবিআরের আরও পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন ও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।
৬ ঘণ্টা আগে